সড়ক-রেলপথ অবরোধ ৪টা পর্যন্ত, এরপর অবস্থা বুঝে সিদ্ধান্ত

2 months ago 30

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এতে রাজধানীজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগও বন্ধ হয়ে গেছে। বিকেল সোয়া ৩টা পর্যন্ত শিক্ষার্থীরা সড়ক ও রেলপথ অবরোধ অব্যাহত রেখেছেন।

যানজটে নাকাল রাজধানীতে চলাচল করা মানুষ এখন জানতে চায় কখন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা অবরোধ তুলে নেবেন। বিষয়টি নিয়ে জানতে চাইলে আন্দোলনকারী শিক্ষার্থীরা জানিয়েছেন, বিকেল ৪টার পর তার আজকের মতো কর্মসূচি শেষ করবেন।

আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে অন্যতম ওয়াহিদ ইসলাম অনিক জাগো নিউজকে বলেন, এটা আমাদের পূর্বঘোষিত কর্মসূচি। বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আমরা অবরোধ করবো বলে আগেই ঘোষণা দিয়েছিলাম। সেই ঘোষণা অনুযায়ী দাবি আদায়ে আমরা অবরোধ করছি। ৪টার পর অবস্থা বুঝে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

তবে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে কমিশন গঠন না করা পর্যন্ত এ আন্দোলন চলমান থাকবে বলেও হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

এএএইচ/এমআইএইচএস

Read Entire Article