অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার ১০০ দিনের মাথায় ৯টি ফেডারেশনের বিদ্যমান কমিটি বাতিল করে অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। এই ৯ ফেডারেশনের মধ্যে আছে দেশের তৃতীয় বড় খেলা হকি। তবে হকির ১৮ সদস্যের এই অ্যাডহক কমিটি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।
ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ও মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের স্থায়ী সদস্য সাজেদ এ এ আদেল এই কমিটি প্রত্যাখ্যান করে বলেছেন, ‘হকির যে অ্যডহক কমিটি গঠন করা হয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
কেন গ্রহণযোগ্য নয় সে ব্যাখ্যা দিতে গিয়ে বর্ষিয়ান এই ক্রীড়া সংগঠক বলেছেন, ‘১৯ সদস্যের কমিটির ৯৯ ভাগেরই বর্তমানে হকির সাথে সংশ্লিষ্টতা নেই। আমি বলবো যাদের কমিটিতে নেওয়া হয়েছে তারা ভালো মানুষ, তবে ভালো সংগঠক নন। আমার প্রশ্ন প্রায় আড়াই মাস কাজ করে সার্চ কমিটি হকি ধারণ করেন এমন মানুষ পেলেন না? সর্বশেষ নির্বাচনে কাউন্সিলর ছিলেন এমন একজনমাত্র জায়গা পেয়েছেন এই কমিটিতে। সব ক্লাবের প্রতিনিধিত্ব নেই। কমিটিতে আছেন কেবল আবাহনী ও মেরিনার্স ঘরোনার কয়েকজন। মোহামেডানের একজনও নেই।’
সাজেদ এ এ আদেল বলেছেন, ‘দেশের হকির প্রাণ প্রিমিয়ার লিগ। অথচ ক্লাবগুলোর বেশিরভাগকেই উপেক্ষা করা হয়েছে। তাহলে প্রিমিয়ার লিগ খেলবে কারা? কিছু নিস্ক্রিয় মানুষকে খুঁজে এনে কমিটি করা হয়েছে। আমি মনে করি, এই কমিটি হকি অঙ্গনে কারো কাছেই গ্রহণযোগ্য না। যারা এই কমিটি তৈরি করেছে তারা হকির ভালোর পরিবর্তে খারাপ কাজটিই করলো।’
হকির অ্যাডহক কমিটি
সভাপতি: এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ; সহ-সভাপতি: গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ আলমগীর (অব.), শাহিন মাহমুদ, আসিফ মাহমুদ
সাধারণ সম্পাদক: লে. কর্নেল রিয়াজুল হাসান (অব.); যুগ্ম সম্পাদক: কাজী আবু জাফর তপন,
কোষাধ্যক্ষ: খাজা মাঞ্জের নাদিম
সদস্য: হোসেন ইমাম শান্টা, কাউছার আলী, শহিদ উল্লাহ খোকন, ইশতিয়াক সাদেক, বায়েজিদ হায়দার, বদরুল ইসলাম দিপু, মো. ইকবাল হোসেন, পারভীন নাছিমা নাহার পুতুল, সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের প্রতিনিধি, নৌ ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের প্রতিনিধি ও বিকেএসপির প্রতিনিধি।
আরআই/এমএইচ/এএসএম