হজযাত্রীদের বহনকারী বাসে সেনাদের হামলা

3 months ago 13

হজযাত্রীদের বহনকারী বাসে হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে একাধিক স্থানে অভিযান চালিয়েছে। এ সময় তারা হজযাত্রীদের বহনকারী একটি বাসেও হামলা চালিয়েছে। 

শনিবার (৩১ মে) তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম তীরে শনিবার ভোরে একাধিক স্থানে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এই অভিযানে দুই ফিলিস্তিনিকে আটক করার পাশাপাশি জেনিন শহরে একটি হজযাত্রীবাহী বাসে হামলার  চালিয়েছে তারা। 

জেনিন গভর্নর ভবনের সামনে দাঁড়িয়ে থাকা বাসটিতে ইসরায়েলি একটি সামরিক যান ধাক্কা দেয়। ওই বাসটি সৌদি আরবে হজ পালনের উদ্দেশ্যে যাত্রার প্রস্তুতি নিচ্ছিল এবং যাত্রীদের অধিকাংশই ছিলেন বৃদ্ধ ও রোগাক্রান্ত ব্যক্তি।

ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর যানটি ‘উদ্দেশ্যমূলকভাবে’ বাসটিকে আঘাত করে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জেনিনের ডেপুটি গভর্নর মানসুর আল সাআদি ঘটনার নিন্দা জানিয়ে বলেন, দখলদার বাহিনীর যানটি সরাসরি ও ইচ্ছাকৃতভাবে বাসটিকে ধাক্কা দেয়। যাত্রীরা অনেকেই বয়স্ক এবং দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ছিলেন, ফলে এতে ভয় ও মানসিক আঘাত আরও তীব্র হয়েছে।

ফিলিস্তিনিরা সাধারণত পশ্চিম তীর থেকে জর্ডান হয়ে বিদেশ ভ্রমণ করে। কারণ ইসরায়েল আন্তর্জাতিক ভ্রমণে নানা রকম বাধা আরোপ করে থাকে।
 

Read Entire Article