হঠাৎ জর্ডান সীমান্তে গর্ত খুঁড়ছে ইসরায়েলি সেনাবাহিনী

2 months ago 17

ইরানের মাটিতে ইতিহাসে প্রথমবারের মতো ইসরায়েলে হামলার সময় তেল আবিবের পাশে দাঁড়িয়েছিল জর্ডান। এমনকি ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিতও করেছিল তারা। অথচ সেই জর্ডানের সীমান্তে এবার নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ইসরায়েল। 

সোমবার (২৫ নভেম্বর) দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের ঘোষণা এই অঞ্চলে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।

মুসলিম দেশ হলেও ইসরায়েলের প্রতি জর্ডানের সফট কর্নার আছে। তবে ইসরায়েল কিন্তু জর্ডানকে বন্ধু হিসেবে দেখে না। আর তাই এবার জর্ডানের সীমান্তে বেড়া দেওয়ার পরিকল্পনা প্রকাশ করেছে দেশটি। কিছুদিন আগে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পাওয়া কাটজ, সে কথাই জানিয়ে দিলেন স্পষ্ট ভাষায়। জর্ডানের সঙ্গে সীমান্ত এলাকায় খুব দ্রুত বেড়া দেওয়া হবে। অধিকৃত জেরুজালেমে ইসরায়েলি সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ডের সদরদপ্তরে গিয়ে এমন মন্তব্য করেন কাটজ।

গেল সেপ্টেম্বরে অ্যালেনবাই ব্রিজ ক্রসিংয়ে চাপা দিয়ে তিন ইসরায়েলিকে হত্যা করেন এক জর্ডানি ট্রাকচালক। এরপর থেকেই আলাদা একটি বেড়া দেওয়ার দাবি জোরালো হয়। এর আগেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মিসরের মতো করে জর্ডানের সীমান্তেও বেড়া দেওয়ার কথা জানিয়েছিলেন। এরপর থেকেই ইসরায়েলের সেনাবাহিনী জর্ডান সীমান্তে গর্ত খোড়া শুরু করে।
 

Read Entire Article