হঠাৎ মোবাইলের ডায়াল প্যাড পরিবর্তন হলে যা করবেন
স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য হঠাৎ করেই ডায়াল প্যাড বদলে যাওয়া নতুন এক ঝামেলায় পরিণত হয়েছে। সম্প্রতি অনেকেই অভিযোগ করছেন, ফোন হাতে নিয়েই বিভ্রান্ত হচ্ছেন তারা। এমনকি জরুরি মুহূর্তে গুরুত্বপূর্ণ কল করতেও পড়তে হচ্ছে সমস্যায়।
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এ ধরনের সমস্যা দেখা দিতে পারে বিভিন্ন কারণে। কখনো কোনো অ্যাপের সাময়িক ত্রুটি, কখনো সিস্টেম বা অ্যাপ আপডেটের কারণে, আবার অনেক সময় থার্ড-পার্টি ডায়ালার অ্যাপ ইনস্টল করলে কিংবা ফোনের সেটিংসে অজান্তে পরিবর্তন হলে ডায়াল প্যাড বদলে যেতে পারে।
এ পরিস্থিতিতে করণীয় কী? বিশেষজ্ঞদের প্রথম পরামর্শ হলো, ফোন একবার রিস্টার্ট করে দেখা। এতে অনেক সময় সাময়িক সমস্যার সমাধান হয়ে যায়। যদি কাজ না হয়, তবে ফোনের ডায়াল অ্যাপের ক্যাশে এবং ডেটা ক্লিয়ার করতে হবে। পাশাপাশি ফোনে কোনো অচেনা উৎস থেকে ইনস্টল করা অ্যাপ থাকলে তা দ্রুত মুছে ফেলা উচিত। অনেক সময় এসব অ্যাপই মূল সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। প্রয়োজনে ফোনের ডিফল্ট ডায়ালার অ্যাপ পুনরায় সেট করলে সমস্যার সমাধান মিলতে পারে।
বিশেষজ্ঞরা আরও বলছেন, এসব সমস্যায় সচেতন থাকাই মূল বিষয়। তারা মনে করেন, অচেনা বা অবিশ্বস্ত উৎস থেকে অ্যাপ ডাউনলোড করা থেকে বিরত থাকতে হবে। নিয়মিত সিস্টেম আপডেট চেক করতে হবে এবং ফোনের নিরাপত্তা নিশ্চিত রাখতে হবে। ব্যবহারকারীরা যদি সচেতন থাকেন, তবে এই ধরনের ঝামেলায় পড়ার আশঙ্কা অনেকাংশেই কমে যাবে।
তবে সতর্কতা অবলম্বন করার পরও যদি একই সমস্যা বারবার দেখা দেয়, তখন নিজে সমাধান করার চেষ্টা না করে সরাসরি নিকটস্থ সার্ভিস সেন্টারে যোগাযোগ করাই সবচেয়ে নিরাপদ উপায়। কারণ, হার্ডওয়্যার বা সফটওয়্যারের জটিল ত্রুটির কারণে সমস্যা হলে বিশেষজ্ঞদের সাহায্য ছাড়া সমাধান পাওয়া সম্ভব নয়।
সব মিলিয়ে বলা যায়, হঠাৎ ডায়াল প্যাড বদলে যাওয়া ব্যবহারকারীদের জন্য অস্বস্তিকর হলেও এটি খুব বড় কোনো সমস্যা নয়। সচেতনতা, সঠিক ব্যবহার এবং নিয়মিত আপডেটের মাধ্যমে এ ধরনের সমস্যাকে অনেকাংশেই এড়ানো সম্ভব।