হত্যা মামলায় তোফায়েল আহমদের ভাতিজা মুকুল কারাগারে

1 week ago 9

কলেজ শিক্ষার্থী নাহিদ হত্যা মামলায় সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমদের ভাতিজা এবং ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুলকে কারাগারে পাঠিয়েছে আদালত। 

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মুকুলকে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার সাব উপ-পরিদর্শক (এসআই) মো. আল আমিন তালুকদার। এসময় তিনি মামলার তদন্ত কাজ শেষ না হওয়া পর্যন্ত আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। 

আসামিপক্ষ জামিন আবেদন করলে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে শুনানি করেন। উভয়পক্ষের যুক্তি তর্ক উপস্থাপন শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত জামিন আবেদন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে ১৩ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে র‍্যাব-২ এর সদস্যরা মুকুলকে গ্রেফতার করেন। মামলার অভিযোগ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই রাজধানীর মিরপুর এলাকায় এইচএসসি ২ বর্ষের শিক্ষার্থী নাহিদুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় গত ১ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের নামে মামলা করেন নিহতের ভগ্নিপতি। সাবেক সংসদ সদস্য মুকুল এ মামলার ১৬ নাম্বার এজাহার নামীয় আসামি।

Read Entire Article