হবিগঞ্জ সীমান্তে শিশুসহ ১৯ জনকে পুশইন

5 months ago 45

হবিগঞ্জের চুনারুঘাটে শিশুসহ ১৯ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (২৬ মে) সকালে উপজেলার কালেঙ্গা সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়।

কালেঙ্গা বিজিবি ক্যাম্পের ইনচার্জ জাকারিয়া ইবনে কাদির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল সাড়ে ৭টার দিকে বিএসএফ ওই ১৯ জনকে সীমান্ত অতিক্রম করিয়ে বাংলাদেশের ভূখণ্ডে পাঠিয়ে দেয়। তাদেরকে কালেঙ্গা বিওপিতে রাখা হয়েছে।

তিনি আরও জানান, পুশইন হওয়া সবার বাড়ি কুড়িগ্রাম জেলায়। পরিচয় বিস্তারিত যাচাইবাছাই করা হচ্ছে। সবাই ভারতে ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এমএন/জিকেএস

Read Entire Article