হবিগঞ্জ শহরতলির সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছে। গুরুতর আহত টেঁটাবিদ্ধসহ ৪০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
জানা যায়, জেলার বানিয়াচং উপজেলার আলমর বাজারের একটি অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে নয়া পাতারিয়া গ্রামের বর্তমান ইউপি চেয়ারম্যান আব্দুল আহাদের লোকজনের সঙ্গে একই গ্রামের কাশেম মিয়ার লোকজনের মধ্যে বিরোধ রয়েছে।
এ নিয়ে রোববার সন্ধ্যায় দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র টেঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ অন্তত ৫০ জন আহত হয়।
গুরুতর আহত টেঁটাবিদ্ধসহ ৪০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে বানিয়াচং থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বানিয়াচং থানার ওসি কবির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, একটি স্ট্যান্ড দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।