হবিগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, আহত ২০

3 hours ago 4
হবিগঞ্জের লাখাইয়ে ইজিবাইকে যাত্রী ওঠানামা নিয়ে মাইকে ঘোষণা দিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার (৪ মার্চ) সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, লাখাই উপজেলার বুল্লাবাজারে ইজিবাইকে যাত্রী ওঠানামা নিয়ে স্থানীয় সিংহ গ্রামের একাংশ দাইরুল গ্রামের মিলন মিয়ার সঙ্গে পার্শ্ববর্তী মাইজহাটি গ্রামের তৌহিদ মিয়ার সঙ্গে যাত্রী উঠানো নিয়ে সোমবার বিকেলে কথা কাটাকাটি হয়। এর জেরে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে মাইকে ঘোষণা দিয়ে দুইপক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত দুই পক্ষের ২০ জন আহত হয়েছেন। খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় আবারও সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। লাখাই থানার ওসি বন্দে আলী মিয়া জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Read Entire Article