হবিগঞ্জে যথা‌যোগ্য মর্যাদায় অমর একুশে উদযাপিত

21 hours ago 9

হ‌বিগ‌ঞ্জে যথা‌যোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে আর্ন্তজা‌তিক মাতৃভাষা দিবস ও শহীদ‌ দিবস। একু‌শের প্রথম প্রহ‌রে জেলা প্রশাসক কার্যাল‌য়ের নীমতলায় কেন্দ্রীয় শহীদ মিনা‌রে জেলা প্রশাস‌নের পক্ষ থে‌কে শহীদ মিনা‌রের বে‌দি‌তে পুস্পস্তবক অর্পণের মধ‌্য দি‌য়ে কর্মসূচি শুরু হয়।

জেলা প্রশাস‌নের প‌ক্ষে প্রশাসক ড, মোহাম্মদ ফ‌রিদুর রহমান প্রথম পুস্পস্তবক অর্পণ ক‌রেন। এরপ‌র পু‌লিশ প্রশাস‌নের প‌ক্ষে পু‌লিশ সুপার এএনএম সা‌জিজুর রহমান পুস্পস্তবক অর্পণ ক‌রেন।

এছাড়া হ‌বিগঞ্জ জেলা বিএন‌পি ও অঙ্গ সংগঠন, বি‌ভিন্ন রাজ‌নৈ‌তিক, সা‌মা‌জিক, সাংস্কৃ‌তিক সংগঠন ও বি‌ভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ সর্বস্ত‌রের মানুষ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন ক‌রেন শহী‌দের প্রতি।

একু‌শে ফ্রেব্রুয়ারি উপল‌ক্ষে জেলা প্রশাস‌নের পক্ষ থেকে দিনব‌্যাপী চিত্রাঙ্কন প্রতি‌যো‌গিতা, আলোচনা সভা ও সাংস্কৃ‌তিক অনুষ্ঠানের আ‌য়োজন করা হ‌য়ে‌ছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/কেএএ/

Read Entire Article