ভারতের হরিয়ানা প্রদেশ থেকে গবেষণার উদ্দেশ্যে দেশে ৯৫টি মহিষ আমদানি করা হয়েছে। সাভারে প্রাণিসম্পদ অধিদপ্তরের গবেষণা কেন্দ্রে মহিষগুলো নেওয়া হবে।
এই মহিষগুলো মঙ্গলবার (৩ জুন) বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করেছে।
আমদানিকারক প্রতিষ্ঠান তামাম করপোরেশন এবং সিঅ্যান্ডএফ (C&F) এজেন্ট হিসেবে কাজ করছে তৃষা এন্টারপ্রাইজ। আমদানি মহিষগুলোর মধ্যে রয়েছে ৪৫টি মা, ৫টি পুরুষ এবং ৪৫টি বাচ্চা। এগুলোর আমদানি মূল্য ধরা হয়েছে ১ লাখ ৯ হাজার ৯৫০ মার্কিন ডলার। ভারতীয় হরিয়ানা প্রদেশ থেকে এসব মহিষ বেনাপোল হয়ে সড়কপথে ঢাকার সাভারে নেওয়া হবে।
বেনাপোল শার্শা প্রাণিসম্পদ অধিদপ্তরের ডা. তপু কুমার সাহা বলেন, গবেষণার কাজ এগিয়ে নিতে উন্নত জাতের মহিষ আমদানির এই উদ্যোগ নেওয়া হয়েছে। হরিয়ানার এই মহিষ জাত অধিক দুধ উৎপাদনক্ষম এবং বাংলাদেশে জাত উন্নয়নের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন কর্মকর্তারা।