হলদে হাসি এবং শীতের ভোরে

2 days ago 6

হলদে হাসি

সরষে ফুলে রং লেগেছে
প্রকৃতিজুড়ে হাসি
মৌমাছিদের রূপের ভেলা
খুশি মধু চাষি।

সবুজ মাঝে হলদে হাসি
আহারে কি রূপ
হাসিমাখা রূপের ছোঁয়া
মাঠ প্রান্তর চুপ।

দিগন্ত জোড়া হলদে চাদর
শীতল বাতাসে ঘ্রাণ
পল্লিগাঁয়ে হলদে হাসি
জুড়ায় মন-প্রাণ।

****

শীতের ভোরে

দূর্বাঘাসে শিশির হাসে
খেজুর গাছে হাঁড়ি
সূর্য মামা উঁকি মারে
চলে পাখির সারি।

সারি সারি রসের হাঁড়ি
কুয়াশা ভেজা ভোর
জোয়াল কাঁধে গরু চলে
রাখাল দেয় দৌড়।

কৃষক ছোটে ক্ষেতের কাজে
হাঁড়কাঁপানো শীত
শীত পোহাতে মনের সুখে
কৃষক ধরে গীত।

এসইউ/জেআইএম

Read Entire Article