হারিস দেব বর্মা বলেন, কিছু সময়ের জন্য থমকে গিয়েছিলাম! গভীর অরণ্যে মানুষের পায়ের আওয়াজ শুনে আমার নিকোন ডিএসএলআর ৮০৪০০ ক্যামেরাকে প্রস্তুত করে নিই। সময় বিকেল পাঁচটা। নিজেকে আড়াল করে নিই বনে। কিছুক্ষণের মধ্যে দেখা পাই ভালুকটির, সর্বোচ্চ ১০/১২ সেকেন্ড ক্যামেরার সাটার টেপা বন্ধ করিনি। সে বুঝতে পেরে হুঙ্কার দিয়ে তাড়া করে আমাকে। দৌড়ে ছুটে আসি। […]
The post হারিসের ক্যামেরায় ‘এশিয়াটিক ব্ল্যাক’ প্রজাতির ভালুক appeared first on চ্যানেল আই অনলাইন.