হাঁটছিলেন ব্রিজ দিয়ে, ট্রেনের ধাক্কায় নদীতে পড়ে নিহত

3 months ago 44

পাবনার চাটমোহরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের সিঙের জোলা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন চাটমোহর থানার পরিদর্শক (তদন্ত) নয়ন কুমার দাস।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে চাটমোহর স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার পশ্চিমে সিঙের জোলা ব্রিজের ওপর দিয়ে হাঁটছিলেন ওই ব্যক্তি। এসময় খুলনা থেকে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি ব্রিজ থেকে নদীতে পড়ে যান। তীব্র স্রোতে ভেসে যাওয়ার সময় স্থানীয় কৃষকরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

পুলিশ কর্মকর্তা নয়ন কুমার দাস বলেন, নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। বিষয়টি সিরাজগঞ্জ জিআরপি পুলিশকে জানানো হয়েছে।

এসআর/এমএস

Read Entire Article