হাঁটতে পারছেন না শাবনূর
ঢাকাই সিনেমার নব্বই দশকের জনপ্রিয় নায়িকা শাবনূর। হঠাৎ দিলেন দূঃসংবাদ। জানান, বর্তমানে হাঁটতে পারছেন না তিনি। এগোচ্ছেন খুঁড়িয়ে খুঁড়িয়ে। মোবাইলে কথা বলতে বলতে হাঁটতে গিয়ে হোঁচট খেয়ে পায়ে ব্যথা পেয়েছেন তিনি।
বর্তমানে অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন শাবনূর। গত শনিবার সকালে সিডনির ল্যাকেম্বা এলাকায় আত্মীয়ের বাড়ি থেকে ফেরার সময় ছেলেকে মাঠে নিয়ে যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হন তিনি।
জানা যায়, ফুটপাত থেকে অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে পা মচকে গেছে তার। উঠে যায় হাঁটুর চামড়াও। এ প্রসঙ্গে শাবনূর বলেন, ‘ব্যথাটা পেয়ে আমার আক্কেল হয়েছে। জীবনে আর হাঁটতে-চলতে গিয়ে মোবাইল দেখব না। গাড়ি চালানোর সময়ও না।’
তিনি আরও বলেন, ‘উঠে দাঁড়ানোর মতো শক্তিও ছিল না। তখনই বুঝলাম, একটুখানি অসাবধানতা থেকেও কী ভয়ানক কিছু হয়ে যেতে পারে।’
চিকিৎসক জানান, শাবনূরের পায়ের টিস্যুও ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে বাধ্য হয়ে পায়ে প্লাস্টার করতে হয়েছে। এখন চলছে ক্র্যাচে ভর দিয়ে হাঁটা আর ব্যথানাশক খাওয়ার ‘অভিজ্ঞতা’।
সবাইকে সতর্ক করে শাবনূর বলেন, ‘যদি আমি গাড়ি চালানোর সময় ফোনে কথা বলতাম এবং তখন এমন কিছু হতো, তবে শুধু আমার নয়, অন্য কারও জীবনও ঝুঁকিতে পড়তে পারত। আমার ইনজুরি একটা সতর্কবার্তা- আশা করি, কেউ বিষয়টাকে হালকা করে দেখবেন না।’