হাঁটুর বয়সী মেয়েকে বিয়ে করে সমালোচনায় ভরত কল

2 months ago 7

টালিগঞ্জের অতি পরিচিত মুখ অভিনেতা ভরত কল। অভিনয় জীবনের মতোই তার প্রেমের কাহিনিও কম রঙিন নয়। খল চরিত্রে যেমন দর্শক তাকে বহুবার দেখেছেন রুপালি পর্দায়, তেমনি ব্যক্তিগত জীবনেও নানা বিষয়ে তিনি বারবার উঠে এসেছেন আলোচনায়। একাধিক সম্পর্ক আর ভাঙা সংসারের পর ২০১৫ সালে ভরত হঠাৎ করেই ভালোবেসে বিয়ে করেন নিজের চেয়ে বয়সে অনেক ছোট অভিনেত্রী জয়শ্রী মুখোপাধ্যায়কে। কিন্তু জানেন কী, সেই ‘অনেকটাই ছোট’ মানে ঠিক কতটা?
জন্মগত কাশ্মীরি হলেও কলকাতাতেই বেড়ে ওঠা এ অভিনেতার। প্রতিভাবান এবং সুদর্শন ভরত কল লেখাপড়া পাশাপাশি অভিনয় শুরু করেন ভারতীয় বাংলা ছবিতে। সিনেমায় বেশির ভাগ সময় তাকে খলনায়ক চরিত্রে বেশি দেখা যেত।
তিনি ভালোবেসে প্রথম বিয়ে করেছিলেন বাঙালি অভিনেত্রী অনুশ্রী দাসকে। কিন্তু ভরতের সেই বিয়ে ভেঙে যায় ২০০৩ সালে। ২০১৫ সালে নিজের থেকে বয়সে অনেকটাই ছোট অভিনেত্রী জয়শ্রী মুখোপাধ্য়ায়কে বিয়ে করেন ভরত। 
বিয়ের পর জয়শ্রীও কাশ্মীরি পণ্ডিত পরিবারটিকে নিজের করে নিয়েছেন। ভরতকে ক্যানসার জয়ী হতেও মানসিক শক্তি জুগিয়েছিলেনও তিনি। তবে জয়শ্রীকে বিয়ে করে দুজনের বয়সের ফারাকের জন্য তীব্র কটাক্ষের মুখে পড়তে হয়েছিল ভরতকে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ভরত কলের চেয়ে জয়শ্রী অনেকটাই ছোট। তাদের মধ্যে রয়েছে ১৮ বছরের বয়সের ফারাক। ২০১৫ সাল থেকে নিয়মিতভাবে সোশ্যাল মিডিয়ায় ভরত ছবি শেয়ার করতেন জয়শ্রীর সঙ্গে। আর সেই সুখী দাম্পত্যের ছবিতে ধেয়ে আসত কটাক্ষের বাণ।
এদিকে সময়ের সঙ্গে সঙ্গে সমস্ত বিতর্ককে পেছনে ফেলে ভরত ও জয়শ্রী আজও একসঙ্গে, একমাত্র কন্যাকে নিয়ে সুখী সংসার করছেন। ভালোবাসা যে বয়স দেখে না, এই দম্পতি তারই এক উজ্জ্বল উদাহরণ।

Read Entire Article