হাজারীবাগ থানা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক রাজীবকে অব্যাহতি

1 month ago 14

কিছু অভিযোগের ভিত্তিতে ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন হাজারীবাগ থানা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক রাজীব হোসেনকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আসিককে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার (২২ ডিসেম্বর) রাতে ছাত্র অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের দপ্তর সম্পাদক নাফিজ মোল্লা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন হাজারীবাগ থানা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক রাজীব হোসেনের ওপর আনা অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য ৩ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হলো। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত রাজীব হোসেনকে সাময়িক অব্যাহতি দেওয়া হলো। একই সঙ্গে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আসিককে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনের জন্য নির্দেশনা দেওয়া হলো।

তদন্ত কমিটির প্রধান করা হয়েছে মুজাহিদ মিজানকে (সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ)। বাকি সদস্যরা হলেন- আখতারুজ্জামান দিপু (সহসভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ) এবং মিরাজ হোসেন রাজ (যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ)।

আগামী ৭২ ঘণ্টার ভেতরে তদন্ত কমিটিকে রাজীব হোসেনের বিরুদ্ধে আনা অভিযোগের পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে। একই সঙ্গে রাজীব হোসেনকে তার নির্দোষ হওয়ার পক্ষে দালিলিক প্রমাণ সার্চ কমিটির নিকট ৪৮ ঘণ্টার মধ্যে হস্তান্তর করার নির্দেশনা প্রদান করা হয়েছে।

Read Entire Article