রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত যুবদল নেতা জিয়াউর রহমান জিয়া (৪০) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন।
বুধবার (২০ নভেম্বর) ভোরে ঢামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত জিয়ার ভাগনি নাফিজা আক্তার বলেন, মামা ২২ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। গত ১৫ নভেম্বর হাজারীবাগের এনায়েতগঞ্জের একটি মাহফিল শেষে ফেরার পথে হামলার শিকার হন তিনি। স্থানীয় সুমন, বিল্লাল, রিপন ও মাসুদসহ ৩০-৪০ জন আমার মামাকে কুপিয়ে গুরুতর জখম করে।
জিয়াউর রহমান জিয়া হাজারীবাগের ভাগলপুর লেনের স্থায়ী বাসিন্দা ছিলেন। তার বাবার নাম মরহুম হাজি আফতাব উদ্দিন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
কাজী আল-আমিন/বিএ/এমএস