হাজারীবাগে পোশাক কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

2 weeks ago 9

রাজধানীর হাজারীবাগ থানাধীন নতুন কাঁচাবাজার এলাকায় স্পোর্টস ভাইভ নামে একটি পোশাক কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুক্তার হোসেন (৬০) নামে এক শ্রমিক মারা গেছেন। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।

সোমবার (৯ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক বিকেল পৌনে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

মুক্তার হোসেনকে হাসপাতালে নিয়ে আসা কারখানটির মালিকের ছোট ভাই মো. রাহাত জানান, তার ভাই তানভীরের হাজারীবাগ নতুন কাঁচাবাজার এলাকায় স্পোর্টস ভাইভ নামে একটি পোশাক কারখানা রয়েছে। মুক্তার হোসেন সেখানে মালামাল আনা-নেওয়ার কাজ করতেন। আজ হঠাৎ অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে তাকে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুক্তার হোসেন রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর গ্রামের মৃত আতাই শেখের সন্তান। বর্তমানে রাজধানীর এলিফ্যান্ট রোডে বাটা সিগন্যালের এস কে গলিতে ভাড়া বাসায় থাকতেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

কাজী আল-আমিন/এমকেআর/এমএস

Read Entire Article