হাজীগঞ্জে এনসিপির উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

3 months ago 45

চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১২ জুন) বিকালে আলীগঞ্জের পিটিআই মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে বাকিলা দলকে ১-৩ গোলে হারিয়ে জয় নিশ্চিত করে হাজীগঞ্জ পৌরসভা দল। 

এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম। এ সময় তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর দেশব্যাপী ফুটবলের যে উন্মাদনা শুরু হয়েছে এই উন্মাদনা আমরা সব জায়গায় ছড়িয়ে দিতে চাই। এই জাতীয় আয়োজন আমরা আগামীদিনে উপজেলাব্যাপী করবো। আমরা তরুণদেরকে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে চাই। আমরা মনে করি খেলাধুলায় তরুণদের অংশগ্রহণ যত বাড়বে ততই এই দেশ সুন্দর হবে। 

তিনি আরও বলেন, তরুণদের রক্তের বিনিময়ে এনসিপি নামের যে নতুন স্বপ্নের জন্ম হয়েছে, এই স্বপ্নকে সফল করতে হবে। সংস্কার কার্যক্রমের মধ্য দিয়ে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলবো। যারা সংস্কার করতে বাধা দিবে আমরা তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো। আমরা বাংলাদেশকে নতুন রূপে গড়ে তুলবো। 

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির স্থানীয় সংগঠক শাহাদাত হোসেন, রাকিবুল ইসলাম, সানোয়ার হোসেন তুহিন, সাকিব জামান, সাকিব হোসাইনসহ অন্যরা।

Read Entire Article