এমন রাত মনে রাখতে চাইবেন না নেইমার ও তার ক্লাব সান্তোস। নেইমারের লাল কার্ডের পর বোতাফোগোর কাছে ১-০ গোলে হার দেখেছে তারা। তাতে ব্রাজিল ফুটবলের সর্বোচ্চ লিগ সিরি আ’র শীর্ষে ওঠার পথে বড় ধাক্কা খেয়েছে সান্তোস।
ব্রাজিলিয়ান তারকা লাল কার্ড দেখেন ম্যাচের ৭৬ মিনিটে। তার অপরাধ মরিয়া হয়ে হাত দিয়ে জালে বল পাঠিয়েছিলেন তিনি! রেফারি দাভি দে ওলিভেইরা সময় অপচয় না করে সঙ্গে সঙ্গে দ্বিতীয় হলুদ... বিস্তারিত