হাতি রাখার জায়গা নাই, দুই মাহুতকে ছেড়ে দিল পুলিশ

2 months ago 29
কুমিল্লায় হাতি দিয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানসহ সাধারণ মানুষের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। দুটি হাতিসহ সেনাবাহিনী তাদের আটক করে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করে। বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় নগরীর কাপ্তানবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মো. মাহিনুল ইসলাম বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন। তবে হাতি রাখার জায়গা না থাকায় মুচলেকা নিয়ে দুই মাহুতকে ছেড়ে দেওয়া হয়। আটককৃতরা হলেন, মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মৌলভীবাজার এলাকার মো. ইমরান ও মাদারীপুরের কালকিনি এলাকার চর ঠেংগামারার বাসিন্দা নাজমুল কাজী। খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরে হাতি ব্যবহার করে কুমিল্লা নগরীসহ জেলার বিভিন্ন স্থানে চাঁদা তোলার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এতে ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা অতিষ্ঠ হয়ে ওঠেন। অনেকেই বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানান। কয়েকবার চেষ্টা করেও হাতি ও মাহুতকে ধরা যায়নি। অবশেষে বুধবার বিকেলে নগরীর কাপ্তানবাজার এলাকা থেকে কুমিল্লার আরবান ভলেন্টিয়ার্সদের সহযোগিতায় দুটি হাতি ও দুই মাহুতকে আটক করে সেনাবাহিনী। পরে তাদের কুমিল্লা কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মো. মাহিনুল ইসলাম কালবেলাকে জানান, কুমিল্লা বন বিভাগের কাছে হাতি রাখার মতো কোনো পরিবেশ না থাকায় দুই মাহুতের কাছ থেকে মুচলেকা রেখে হাতিসহ তাদের নিজ এলাকায় ফিরে যাওয়ার জন্য বলা হয়েছে।
Read Entire Article