হাদি হত্যার বিচার দাবিতে ৮ বিভাগীয় শহরে একযোগে অবরোধ আজ

দুর্বৃত্তের গুলিতে চিকিৎসাধীন অবস্থায় নিহত জুলাইযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র প্রয়াত শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে দেশের ৮ বিভাগে একযোগে আজ রোববার সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। শনিবার রাত সাড়ে ১১টায় শাহবাগে হাদি হত্যার বিচার দাবিতে অবস্থান কর্মসূচিতে এ ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। তিনি বলেন, ‘আগামী ২৬ কার্য দিবসের মধ্যে হাদি হত্যার বিচার সম্পন্ন করা হবে। বলা হলো, খুনিকে দেশে এনে বিচার করা হবে, খুনি তো একটা গুটি কিনা রাঘব-বোয়াল কারা তাদের পরিচয় আমাদের জানাতে হবে। আগামীকাল (রবিবার) সকাল ১১টা থেকে ৮ বিভাগে এক যোগে অবরোধ ঘোষণা করছি। সকাল ১১টা থেকে মাগরিব পর্যন্ত (সন্ধ্যা ৬টা) পর্যন্ত আমাদের অবরোধ চলবে। ওসমান হাদির সকল খুনিদের জনতার সামনে আনা না হওয়া পর্যন্ত, আমাদের কর্মসূচি চলবে। আমরা আন্দোলন ছোট করব না, আমরা আন্দোলন আরও বড় করব। আজকে আপনারা বাসায় চলে যাবেন, আগামীকাল (রবিবার) সকাল ১১টায় ফের শাহবাগে জমায়েত হবেন এবং শহীদ ওসমান হাদির বিচার না হওয়া পর্যন্ত আমাদের এই লড়াই চলবে।’ তার এই বক্তব্যের পর রাত পৌনে ১১টার দিকে অবরোধকার

হাদি হত্যার বিচার দাবিতে ৮ বিভাগীয় শহরে একযোগে অবরোধ আজ

দুর্বৃত্তের গুলিতে চিকিৎসাধীন অবস্থায় নিহত জুলাইযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র প্রয়াত শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে দেশের ৮ বিভাগে একযোগে আজ রোববার সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।

শনিবার রাত সাড়ে ১১টায় শাহবাগে হাদি হত্যার বিচার দাবিতে অবস্থান কর্মসূচিতে এ ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের।

তিনি বলেন, ‘আগামী ২৬ কার্য দিবসের মধ্যে হাদি হত্যার বিচার সম্পন্ন করা হবে। বলা হলো, খুনিকে দেশে এনে বিচার করা হবে, খুনি তো একটা গুটি কিনা রাঘব-বোয়াল কারা তাদের পরিচয় আমাদের জানাতে হবে। আগামীকাল (রবিবার) সকাল ১১টা থেকে ৮ বিভাগে এক যোগে অবরোধ ঘোষণা করছি। সকাল ১১টা থেকে মাগরিব পর্যন্ত (সন্ধ্যা ৬টা) পর্যন্ত আমাদের অবরোধ চলবে। ওসমান হাদির সকল খুনিদের জনতার সামনে আনা না হওয়া পর্যন্ত, আমাদের কর্মসূচি চলবে। আমরা আন্দোলন ছোট করব না, আমরা আন্দোলন আরও বড় করব। আজকে আপনারা বাসায় চলে যাবেন, আগামীকাল (রবিবার) সকাল ১১টায় ফের শাহবাগে জমায়েত হবেন এবং শহীদ ওসমান হাদির বিচার না হওয়া পর্যন্ত আমাদের এই লড়াই চলবে।’

তার এই বক্তব্যের পর রাত পৌনে ১১টার দিকে অবরোধকারীরা শাহবাগ ছেড়ে দিলে যানচলাচল করতে শুরু করে। যদি বিচারের দাবিতে বেশ কয়েকজকে এসময় শাহবাগে অবস্থান নিতে দেখা যায়। এর আগে রাত সাড়ে ১০টার দিকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে উপস্থিত হন।

এসময় ডিএমপি কমিশনার জানান, ২০২৬ সালের ৭ জানুয়ারি হাদি হত্যার চার্জশিট দেওয়া হবে। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, ‘আমরা ১০ জনকে গ্রেফতার করেছি এবং বাকিদের গ্রেফতার করতে আমাদের প্রচেষ্টা চালানো হচ্ছে এবং যথেষ্ট অগ্রগতি রয়েছে। আশা করছি, আগামী ৭ জানুয়ারির মধ্যে চার্জশিট দেওয়া হয়। এবং আগামীকাল (রোববার) ডিএমপির মিডিয়া সেন্টার থেকে এ নিয়ে আরও বিস্তারিত জানানো হবে। আমরা এই হত্যাকাণ্ডের মূল রহস্য ও এর পেছনে জড়িত সকলের নাম-পরিচয়-ঠিকানা উন্মোচন করা হবে।’

এদিকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন সময়েই নিশ্চিত করা হবে। তিনি বলেন, ‘আমি হাদির একজন গুণগ্রাহী, তাকে আমি আমার ভাই মনে করি; এখনও আমি আমার ভাই মনে করি। তার মত মানুষের আমাদের অনেকদিন প্রয়োজন ছিল। যেই মানুষের মৃত্যুতে ১২-১৫ লক্ষ জানাজা পড়ে, সেই মানুষের মৃত্যুর বিচার, একটি জাতীয় কর্তব্য। আমি আশ্বস্থ করতে চাই, শহীদ হাদিকে যারা খুন করেছে তাদের বিচারের মুখোমুখি অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে। এখন মনে হতে পারে, কেন কোন তথ্য জানছি না। সকল রকমের পরীক্ষা-নিরীক্ষা শেষে করে এই হত্যাকণ্ডের চার্জশিট ২৬ সালের ৭ জানুয়ারির মধ্যে দেওয়া হবে এবং অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন এই হত্যার বিচার করা হবে, সেই নিশ্চয়তা আমি দিচ্ছি।’

অপরাধী পলাতক থাকলে তাকে দেশে এনে বিচার নিশ্চিত করা হবে উল্লেখ করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, ‘অপরাধী বাংলাদেশ থেকে পালিয়ে থাকলেও তাদের অবশ্যই আমরা দেশে ফিরে আনব। ইতোমধ্যে কূটনীতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং ভারত সরকার প্রতিশ্রুতি দিয়েছেন, যদি তাকে (হত্যাকরী) খুঁজে পাওয়া যায়, অবশ্যই তারা বাংলাদেশকে সহায়তা করবেন। আগামীকাল (রবিবার) সোয়া ১১টায় গোয়েন্দা পুলিশ (ডিবি) একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে, সেখানে এ নিয়ে বিস্তারিত জানানো হবে। অবশ্যই এই বাংলাদেশের মাটিতে অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন হাদি হত্যার বিচার সম্পন্ন করে যাবো।’

এর আগে গত শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর হাদি হত্যার বিচার দাবি শাহবাগে অবস্থান নেয় ইনকিলাব মঞ্চ। পরবর্তীতে বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত কনকনে শীতে রাতে শাহবাগ চত্বরে রাত্রিযাপন করেন। গত ১২ ডিসেম্বর শরিফ ওসমান হাদিকে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা গুলি করে। উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর তাকেকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে সিঙ্গাপুর নেয়া হয়। তিনদিনের মাথায় চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিটে না ফেরার দেশে পাড়ি জমান ইনকিলাব মঞ্চের এই মুখপাত্র।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow