হাদির ওপর হামলার প্রতিবাদে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে মিছিলটি শুরু হয়। পরে রায়সাহেব বাজার মোড় ঘুরে বিশ্বজিৎ চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘জ্বালো রে জ্বালো আগুন জ্বালো’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘আমার ভাই হাসপাতালে ইন্টেরিম কি করে’, ‘সন্ত্রাস আর বাংলাদেশ একসাথে চলে না’, ‘অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’, ‘সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও’সহ নানা স্লোগান দেন। আইন ও ভূমি প্রশাসনের ১৪তম আবর্তনের শিক্ষার্থী ও অদম্য জবিয়ান ঐক্যের জিএস পদপ্রার্থী আব্দুল আলিম আরিফ বলেন, ৫ আগস্টের পর নির্বাচনি তফসিল ঘোষণার পরদিনই এই হামলা অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই ও দ্রুত বিচার চাই। অদম্য জবিয়ান ঐক্যের ভিপি পদপ্রার্থী ও আইন বিভাগের ১৪তম আবর্তনের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম বলেন, ওসমান হাদিকে পূর্বপ

হাদির ওপর হামলার প্রতিবাদে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে মিছিলটি শুরু হয়। পরে রায়সাহেব বাজার মোড় ঘুরে বিশ্বজিৎ চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘জ্বালো রে জ্বালো আগুন জ্বালো’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘আমার ভাই হাসপাতালে ইন্টেরিম কি করে’, ‘সন্ত্রাস আর বাংলাদেশ একসাথে চলে না’, ‘অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’, ‘সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও’সহ নানা স্লোগান দেন।

আইন ও ভূমি প্রশাসনের ১৪তম আবর্তনের শিক্ষার্থী ও অদম্য জবিয়ান ঐক্যের জিএস পদপ্রার্থী আব্দুল আলিম আরিফ বলেন, ৫ আগস্টের পর নির্বাচনি তফসিল ঘোষণার পরদিনই এই হামলা অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই ও দ্রুত বিচার চাই।

অদম্য জবিয়ান ঐক্যের ভিপি পদপ্রার্থী ও আইন বিভাগের ১৪তম আবর্তনের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম বলেন, ওসমান হাদিকে পূর্বপরিকল্পিতভাবে হত্যাচেষ্টায় গুলি করা হয়েছে। এর সম্পূর্ণ দায়ভার ইন্টেরিম (অন্তর্বর্তী) সরকারের ওপর। জুলাই আন্দোলনের পর অন্যতম দাবি ছিলো জুলাই খুনিদের বিচার কার্যকর করা। কিন্তু ইন্টেরিম সেটা করতে পারেনি। শুধুমাত্র লোক দেখানোর জন্য কয়েকজনকে গ্রেফতার করেছে। একটা পক্ষ নির্বাচন বানচালের জন্য এই কর্মকাণ্ড করছে। তাদের পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে হবে।

বিক্ষোভ মিছিল শেষে বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শরিফ ওসমান হাদির সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

টিএইচকিউ/এমএএইচ/এমএমকে

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow