হাদির মৃত্যুতে কমনওয়েলথ মহাসচিবের প্রতিক্রিয়া
বাংলাদেশে চলমান পরিস্থিতি নিয়ে বিবৃতি দিয়েছেন কমনওয়েলথের মহাসচিব শার্লি বচওয়ে। বিবৃতিতে তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার পরিবার ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। শনিবার (২০ ডিসেম্বর) কমনওয়েলথের ওয়েবসাইটে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে মহাসচিব বলেন, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সহিংসতার ঘটনার পর বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতিতে তিনি গভীরভাবে উদ্বিগ্ন। তিনি আইনের শাসনের প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানান এবং বাংলাদেশি কর্তৃপক্ষকে গণমাধ্যমসহ সবার নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন। এ প্রসঙ্গে তিনি অন্তর্বর্তী সরকারের দেওয়া বিবৃতিকে স্বাগত জানান, যেখানে সহিংসতার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং সংযম, দায়িত্বশীলতা ও ঘৃণা প্রত্যাখ্যানের দৃঢ় অঙ্গীকারের কথা বলা হয়েছে। শার্লি বচওয়ে বলেন, এই সংকটময় সময়ে শান্ত থাকার, সর্বোচ্চ বিচক্ষণতা ও সহনশীলতা প্রদর্শনের আহ্বানে তিনি নিজেও একাত্মতা প্রকাশ করছেন। এদিকে হাদির ঘটনায় দ্রুত, নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ এবং স্বচ্ছ তদন্তের
বাংলাদেশে চলমান পরিস্থিতি নিয়ে বিবৃতি দিয়েছেন কমনওয়েলথের মহাসচিব শার্লি বচওয়ে। বিবৃতিতে তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার পরিবার ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
শনিবার (২০ ডিসেম্বর) কমনওয়েলথের ওয়েবসাইটে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে মহাসচিব বলেন, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সহিংসতার ঘটনার পর বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতিতে তিনি গভীরভাবে উদ্বিগ্ন। তিনি আইনের শাসনের প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানান এবং বাংলাদেশি কর্তৃপক্ষকে গণমাধ্যমসহ সবার নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন।
এ প্রসঙ্গে তিনি অন্তর্বর্তী সরকারের দেওয়া বিবৃতিকে স্বাগত জানান, যেখানে সহিংসতার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং সংযম, দায়িত্বশীলতা ও ঘৃণা প্রত্যাখ্যানের দৃঢ় অঙ্গীকারের কথা বলা হয়েছে।
শার্লি বচওয়ে বলেন, এই সংকটময় সময়ে শান্ত থাকার, সর্বোচ্চ বিচক্ষণতা ও সহনশীলতা প্রদর্শনের আহ্বানে তিনি নিজেও একাত্মতা প্রকাশ করছেন।
এদিকে হাদির ঘটনায় দ্রুত, নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ এবং স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তিনিও গুতেরেস। শুক্রবার (১৯ ডিসেম্বর) জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।
ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিখ জানান, হাদির হত্যায় জাতিসংঘ মহাসচিব নিন্দা এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি কর্তৃপক্ষকে আন্তর্জাতিক মানবাধিকারের মানদণ্ড অনুসারে দ্রুত, নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ এবং স্বচ্ছ তদন্ত পরিচালনার আহ্বান জানিয়েছেন।
What's Your Reaction?