ব্যক্তিত্ব এবং আকর্ষণীয় চেহারার কারণে হানিয়া আমিরকে পাকিস্তান শোবিজ ইন্ডাস্ট্রির অন্যতম সুন্দরী অভিনেত্রী হিসেবে বিবেচনা করা হয়। তার ডিম্পলের (গালে টোল পড়া) কারণে সারাবিশ্বে তরুণ দর্শকের হৃদয় জয় করেছেন। লাস্যময়ী অভিনেত্রীর সৌন্দর্য সত্যিই দেখার মতো এবং এতে কোনো সন্দেহ নেই। তার মিষ্টি হাসি, প্রাণবন্ত অভিনয়, উজ্জ্বল ত্বক আর সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বতঃস্ফূর্ত উপস্থিতি তাকে বিপুল জনপ্রিয় করেছে।
আসুন দেখে নেওয়া যাক হানিয়া আমিরের সৌন্দর্যের গোপন রহস্যগুলো কী কী -
হালকা ক্লিনজার
হানিয়া তার ত্বকে জমে থাকা মেকআপ এবং ময়লা দূর করার জন্য মৃদু এবং হালকা ক্লিনজার ব্যবহার করে থাকেন। যা তার ত্বক থেকে প্রাকৃতিক তেল নষ্ট না করে ত্বকের রুক্ষতা দূর করে, নরম ও মসৃণ রাখতে সহায়তা করে।
শিট মাস্ক
হানিয়ার উজ্জ্বল ত্বকের আরেকটি রহস্য হলো শিট মাস্কের ব্যবহার। নিয়মিত এটি ব্যবহারে তার ত্বক নরম ও উজ্জ্বল করে। এছাড়া ত্বকের ভাঁজ কমিয়ে ত্বকের আর্দ্রতা বজায় রাখে।
হাইড্রেশনই মূল বিষয়
হানিয়া তার ত্বকের হাইড্রেশন ধরে রাখতে সারাদিন প্রচুর পরিমাণে পানি এবং জুস পান করেন। এই রুটিনটি তার ত্বক থেকে টক্সিন বের করে দিতে এবং ত্বকের হাইড্রা বজায় রাখতে সাহায্য করে।
সানস্ক্রিনের ব্যবহার
হানিয়া ঘরের বাইরে বের হওয়ার আগে সানস্ক্রিন লাগান। তিনি তার ত্বক অনুযায়ী সানস্ক্রিন ব্যবহার করে থাকেন। এটি তার ত্বককে তীব্র ইউভি রশ্মি এবং পরিবেশগত দূষণকারী পদার্থ থেকে রক্ষা করে।
ময়েশ্চারাইজার করা
হানিয়া তার ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহারের উপরও জোর দেন। প্রতিবার মুখ ধোয়ার পর ত্বক-বান্ধব টোনার এবং একটি ভালো ময়েশ্চারাইজার ব্যবহার করে থাকেন। যা ত্বকের আর্দ্রতা বজায় রাখে।
নিয়মিত এক্সফোলিয়েশন
হানিয়া তার ত্বকের উপরিভাগ থেকে মৃত কোষ অপসারণ করার জন্য এক্সফোলিয়েট করেন। সপ্তাহে দুইবার রাসায়নিক এক্সফোলিয়েন্ট ব্যবহারে করেন। যা তার ত্বক থেকে মৃত কোষ দূর করে এবং কোষের পুনর্জন্ম বৃদ্ধি করে। এটি ত্বক উজ্জ্বল ও মসৃণ রাখতে সাহায্য করে।
ফলমূল সমৃদ্ধ ডায়েট
হানিয়া তার ত্বককে উজ্জ্বল রাখার জন্য তার খাদ্যতালিকায় প্রচুর ফল এবং শাকসবজি যোগ করেন। অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রয়োজনীয় ভিটামিন সমৃদ্ধ খাবারগুলো তার ত্বককে ভেতর থেকে পুষ্টি জোগায়। এছাড়া এই খাবারগুলো ত্বকের ক্ষতির বিরুদ্ধে লড়াই করতে, কোলাজেন উৎপাদন বাড়াতে এবং তার ত্বককে উজ্জ্বল দেখাতে সাহায্য করে।
সৌন্দর্য নিয়ে বিতর্ক
হানিয়া আমিরের এই সৌন্দর্য আসল নাকি পুরোটাই প্লাস্টিক সার্জারির ফল তা নিয়ে আছে অনেক তর্ক-বিতর্ক।পাকিস্তানের একটি টেলিভিশন শোতে চর্মরোগ বিশেষজ্ঞ ডা. আরিজ খালিদ জানান, হানিয়া তার সৌন্দর্য বাড়াতে মুখে প্লাস্টিক সার্জারি করিয়েছেন। গালের টোলের পাশাপাশি নাক, ঠোঁট ও থুতনিতে অপারেশন করিয়েছেন। ভ্রুতেও পরিবর্তন করেছেন। তবে তিনি এটাও জানান যে, হানিয়ার গায়ের রং স্বাভাবিকভাবেই ফর্সা এবং তিনি খুব সুন্দরী অভিনেত্রী।
সূত্র: জিও নিউজ, ইন্ডিয়া টুডে
আরও পড়ুন:
বাঁশের ব্যাগ
ত্বকের ধরন না জেনে সানস্ক্রিন ব্যবহারে হতে পারে বড় ক্ষতি
এসএকেওয়াই/কেএসকে/জেআইএম