হানিয়ার বিয়ে নিয়ে যা বললেন জ্যোতিষী

২০২৬ সাল শুরু হতেই পাকিস্তানের বিনোদন অঙ্গনে যেন বইছে রহস্য ও রোমাঞ্চের ঝড়। গুঞ্জন শোনা যাচ্ছে, পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির ও গায়ক আসিম আজহারের পুরোনো প্রেম নাকি নতুন করে জোড়া লাগতে যাচ্ছে, যা গড়াতে পারে তাদের বিয়ে পর্যন্ত। কিন্তু এরই মধ্যে তাদের নিয়ে এক ভয়ংকর বার্তা দিল দেশটির এক জ্যোতিষী। জানা যায়, ২০১৮ সাল থেকে হানিয়া ও আসিমের প্রেমের খবর ছিল ওপেন সিক্রেট। কিন্তু ২০২০ সালে তাদের সেই সম্পর্কের ইতি ঘটে। তবে সম্প্রতি আসিম আজহারের বাগদান ভেঙে যায়; এর পর থেকে হানিয়া ও আসিমের ফের এক হওয়ার গুঞ্জন জোরালো হয়। সামাজিক মাধ্যমে একে অপরের প্রতি ইতিবাচক ইঙ্গিত, বিভিন্ন পাবলিক ইভেন্টে একসঙ্গে উপস্থিতি তাদের ঘনিষ্ঠ অবস্থানে আসার বিশ্বাসটি ভক্তদের মনে জোরালো করে। সে থেকেই গুঞ্জন, চলতি বছরেই বিয়ের পিঁড়িতেই বসতে পারেন তারা।    এদিকে হানিয়া আমিরের বিয়ে নিয়ে যখন পাকিস্তানের বিনোদন জগত উত্তাল, তখন এ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন প্রখ্যাত জ্যোতিষী সামিয়া খান। হানিয়ার রাশিফল বিশ্লেষণ করে তিনি সতর্ক করে বলেন, হানিয়ার এখন ক্যারিয়ারে মন দেওয়া উচিত। ২০২৬ সালে বিয়ে করলে তার বিচ্ছেদের প্রবল সম্ভাবনা

হানিয়ার বিয়ে নিয়ে যা বললেন জ্যোতিষী

২০২৬ সাল শুরু হতেই পাকিস্তানের বিনোদন অঙ্গনে যেন বইছে রহস্য ও রোমাঞ্চের ঝড়। গুঞ্জন শোনা যাচ্ছে, পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির ও গায়ক আসিম আজহারের পুরোনো প্রেম নাকি নতুন করে জোড়া লাগতে যাচ্ছে, যা গড়াতে পারে তাদের বিয়ে পর্যন্ত। কিন্তু এরই মধ্যে তাদের নিয়ে এক ভয়ংকর বার্তা দিল দেশটির এক জ্যোতিষী।

জানা যায়, ২০১৮ সাল থেকে হানিয়া ও আসিমের প্রেমের খবর ছিল ওপেন সিক্রেট। কিন্তু ২০২০ সালে তাদের সেই সম্পর্কের ইতি ঘটে। তবে সম্প্রতি আসিম আজহারের বাগদান ভেঙে যায়; এর পর থেকে হানিয়া ও আসিমের ফের এক হওয়ার গুঞ্জন জোরালো হয়। সামাজিক মাধ্যমে একে অপরের প্রতি ইতিবাচক ইঙ্গিত, বিভিন্ন পাবলিক ইভেন্টে একসঙ্গে উপস্থিতি তাদের ঘনিষ্ঠ অবস্থানে আসার বিশ্বাসটি ভক্তদের মনে জোরালো করে। সে থেকেই গুঞ্জন, চলতি বছরেই বিয়ের পিঁড়িতেই বসতে পারেন তারা।   

এদিকে হানিয়া আমিরের বিয়ে নিয়ে যখন পাকিস্তানের বিনোদন জগত উত্তাল, তখন এ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন প্রখ্যাত জ্যোতিষী সামিয়া খান। হানিয়ার রাশিফল বিশ্লেষণ করে তিনি সতর্ক করে বলেন, হানিয়ার এখন ক্যারিয়ারে মন দেওয়া উচিত। ২০২৬ সালে বিয়ে করলে তার বিচ্ছেদের প্রবল সম্ভাবনা রয়েছে, যা তার ব্যক্তিত্বের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

অন্যদিকে, জ্যোতিষী কিনান চৌধুরীর দাবি, তিনি হানিয়ার আগের বিচ্ছেদের কথা আগেভাগেই বলে দিয়েছিলেন। তার মতে, হানিয়া বর্তমানে নতুন সম্পর্কে আছেন এবং এ বছরই তা বিয়েতে রূপ নেওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

সব জল্পনা ও ভবিষ্যদ্বাণীর মাঝেও বাস্তবতা একটাই—হানিয়া আমির কিংবা আসিম আজহার, কেউই এখনও বিয়ে নিয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি। তাই প্রেম, বিয়ে কিংবা বিচ্ছেদের গল্প আপাতত রয়ে গেছে গুঞ্জনের পাতাতেই। ২০২৬ সাল ললিউডের এই দুই মেগাস্টারের জীবনে ভালোবাসার নতুন অধ্যায় লিখবে, নাকি জ্যোতিষীদের আশঙ্কাই সত্যি হয়ে উঠবে—তার চূড়ান্ত উত্তর দেবে সময়ই। ততদিন ভক্তদের অপেক্ষা, আর বিনোদন অঙ্গনের কৌতূহল ক্রমেই বাড়ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow