হাবুডুবু দেখাবে ফিঙে

2 hours ago 4

সম্প্রতি শেষ হয়েছে ড্রামা সিরিজ ‘হাবুডুবু’র শুটিং। সিরিজটির প্রযোজনা করেছে ফিঙে। গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন তরুণ নির্মাতা সজিব চিশতি। গল্পটি আবর্তিত হয়েছে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ছাত্র জনতার আন্দোলনের পরবর্তী সময়ে মানুষের জীবনযাত্রা, অভাব, সম্পর্কের টানা পোড়েন, ভয়, হতাশা, প্রেম, ভালোবাসা ও নতুন স্বপ্নযাত্রার উপর।

এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মুনিরা মিঠু, হারুন রশীদ বান্টি, রিয়াজুল রিজু, আলিফ চৌধুরী, জাহিদ আশিক, রিমু রোজা খন্দকার, তনামি হক, সুমাইয়া অর্পা, ইমরান হাসো, তমা ইসলাম, সৈকত মাহমদু, রুদ্র মাহমুদ, রিয়াদ গাজী, আদনান হাবীব সুজনসহ আরও অনেকে।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী ‘বাপজানের বায়স্কোপ’ খ্যাত পরিচালক রিয়াজুল রিজু সিরিজটিতে রাসেল চরিত্রে অভিনয় করেছেন। তিনি জানান, তার চরিত্রটি এক ভবঘুরে বেকার যুবকের। বেশ চ্যালেঞ্জ নিয়ে তিনি কাজটি করেছেন। নির্মাতা, অভিনেতা রিজু বলেন, ‘সজিবের গল্পটিই এই সিরিজের আসলে হিরো। এখানে প্রতিটি চরিত্র গুরুত্বপূর্ণ। গল্পটি শোনেই ভালো লেগে যায়। দর্শক ভালো কিছু পাবে আশা করছি।’

নির্মাতা সজিব বলেন, ‘আন্দোলনের পর সবার কাজই প্রায় বন্ধ হয়ে গিয়েছিলো এর মধ্যে বড় একটি প্রজেক্ট, পছন্দের একটি গল্পের কাজ শেষ করলাম।’

গল্পটি প্রসঙ্গে অভিনেত্রী মুনিরা মিঠু বলেন, ‌‘সজিব সবসময়ই ভালো লেখে, আলাদাভাবে কিছু দেখাতে চায়। ‘হাবুডুবু’ গল্পটিও সুন্দর, ব্যতিক্রমী। সব শ্রেণির মানুষের ভালো লাগবে গল্পটি।’

ফিঙে নামের ইউটিউব চ্যানেলে দেখা যাবে ‘হাবুডুবু’।

এমআই/এলএ/জেআইএম

Read Entire Article