২০২৪ সাল বিদায় নিচ্ছে তিনদিন পর। নতুন বছর ২০২৫ সালকে বরণ করে নিতে প্রস্তুতি নিচ্ছে বিশ্ব। নতুন বছরে ব্যস্ত সময় কাটাবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ২৫ মার্চ থেকে শুরু হবে এএফসি এশিয়ান কাপের বাছাই। বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে ভারতের মাটিতে। ভেন্যু এখনো ঠিক হয়নি।
এশিয়ান কাপের বাছাইয়ে বাংলাদেশ গ্রুপে চার দল। প্রতিপক্ষ ভারত ছাড়াও আছে হংকং ও সিঙ্গাপুর। হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে মোট ৬ ম্যাচ খেলবে প্রতিটি দল। বাংলাদেশের ৫ ম্যাচ হবে ২০২৫ সালে। একটি ম্যাচের শিডিউল ২০২৬ সালের ৩১ মার্চ।
এশিয়ান কাপের বাছাই ছাড়াও নতুন বছরে আছে সিনিয়র সাফ চ্যাম্পিয়নশিপ। ভেন্যু ও তারিখ এখনো নির্ধারণ হয়নি। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) ১৫ জুন থেকে ২৫ জুলাইয়ের মধ্যে সুবিধাজনক সময়ে সাফ আয়োজন করবে।
‘আগামী মাসে আমাদের সভা আছে। সেখানে স্পন্সর প্রতিষ্ঠানের সঙ্গে সাফের সময় ও ভেন্যু নিয়ে আলোচনা হবে। তারপর আমরা আয়োজক হওয়ার জন্য সদস্য দেশগুলোর কাছে আবেদন চাইবো’-রোববার বলেছেন সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল।
এএফসি এশিয়ান কাপের বাছাই ও সাফের বাইরে জাতীয় দলের ম্যাচ খেলার সুযোগ থাকছে শুধু ফিফা উইন্ডোতে। ২০২৫ সালে জাতীয় দল ফিফা উইন্ডো পাবে ৫ টি। এশিয়ান কাপের বাছাইয়ের আগে ১৭ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত আছে ফিফা উইন্ডো। বছরের দ্বিতীয় উইন্ডো ২ থেকে ১০ জুন।
ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ আছে ১০ জুন। ২ থেকে ১০ সেপ্টেম্বর, ৬ থেকে ১৪ অক্টোবর ও ১০ থেকে ১৮ নভেম্বর বছরের বাকি উইন্ডোগুলো। এশিয়ান কাপ বাছাইয়ের ৫ ম্যাচ নির্ধারিত। সাফে কয় দেশ খেলবে, গ্রুপে কয়টি ম্যাচ হবে এবং বাংলাদেশ গ্রুপ পর্ব টপকাতে পারবে কিনা, তার ওপর নির্ভর করবে মোট কয়টি ম্যাচ খেলা হবে। ৫ উইন্ডোর কয়টি বাংলাদেশ কাজে লাগাতে পারবে, তার ওপর নির্ভর করবে বছর শেষে জাতীয় দলের পাশে কয়টি ম্যাচ যোগ হবে।
নতুন বছরের সবচেয়ে বড় খবর হবে হামজা চৌধুরীর লাল-সবুজ জার্সিতে অভিষেক। বাংলাদেশ এশিয়ান কাপ বাছাইয়ের আগে মার্চের উইন্ডোতে ম্যাচ খেললে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির এই ডিফেন্সিভ মিডফিল্ডারের বাংলাদেশ দলে অভিষেক হতে পারে। ইংলিশ লিগের এই ফুটবলারকে নিয়েই নতুন বছরে ব্যস্ত সময় কাটবে জাতীয় দলের।
উইন্ডোগুলো বেশি কাজে লাগাতে পারলে বিদায়ী বছরের চেয়ে নতুন বছরে জাতীয় দল বেশি ম্যাচ খেলবে। ২০২৪ সালে ক্যাবরেরার দল খেলেছে ৮ ম্যাচ। এর মধ্যে ৪ টি ছিল বিশ্বকাপ বাছাইয়ের ও চারটি ফিফা ফ্রেন্ডলি। এই ৮ ম্যাচে বাংলাদেশ দুটি জয় পেয়েছে ভুটান ও মালদ্বীপের বিপক্ষে। এই দুই দলের বিপক্ষে দুটি ম্যাচ হেরেছেও। অন্য ৪ ম্যাচ হেরেছে ফিলিস্তিনের বিপক্ষে দুটি এবং অস্ট্রেলিয়া ও লেবাননের বিপক্ষে।
আরআই/এমএমআর/জিকেএস