হামজাদের ম্যাচ দেখতে চান বিসিবি সভাপতি বুলবুল

3 months ago 72

১০ জুন ঢাকা জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ নিয়ে ক্রীড়াঙ্গনে যখন তুমুল আলোচনা, তখনই ক্রীড়ামোদীদের নজর ক্রিকেট বোর্ডে। গত দুই দিন দেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় খবর ছিল, বিসিবি থেকে সভাপতি ফারুক আহমেদের বিদায় ও নতুন সভাপতি হিসেবে আমিনুল ইসলাম বুলবুলের দায়িত্ব গ্রহণ।

নতুন সভাপতি আমিনুল ইসলাম একজন পুরোদস্ত ক্রিকেটার হওয়ার আগে ফুটবল ও ক্রিকেট দুই খেলাই খেলতেন। দুই খেলাতেই ঘরোয়া ওই সময়ের সর্বোচ্চ আসরে খেলেছেন।

ক্রিকেটে ক্যারিয়ার সমৃদ্ধ করা বুলবুলের ফুটবলও প্রিয় খেলা। তিনি ক্রিকেটের পাশাপাশি সমানভাবে ফুটবলেরও খোঁজ-খবর রাখেন। ক্রিকেট খেলা দেখেন, ফুটবলও দেখেন এবং সেটা মাঠে গিয়েই।

হামজা দেওয়ান চৌধুরী ও শামিত সোমের কারণে ফুটবলে যে নতুন আলোড়ন সৃষ্টি হয়েছে, সে প্রসঙ্গ উল্লেখ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘ফুটবলে ভালো একটা সময় যাচ্ছে।’

১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে হামজা-শামিতদের খেলা দেখারও ইচ্ছা আছে ক্রিকেটের নতুন বসের। শুক্রবার তিনি জাগো নিউজকে বলেছেন, ‘১০ জুনের ম্যাচ আমি দেখতে চাই। চেষ্টা করবো টিকিট পাওয়ার।’

আরআই/এমএমআর/এএসএম

Read Entire Article