হামজাদের ম্যাচ দেখতে দর্শকদের মানতে হবে যেসব নির্দেশনা

2 months ago 36

অনেক হাকডাক দিয়েও ঢাকা জাতীয় স্টেডিয়ামে ৫৫ মাস পর ফুটবল ফেরার দিনটিকে সুশৃঙ্খল রাখতে পারেনি বাফুফে। গত ৪ মার্চ ভুটানের বিপক্ষে ম্যাচে বাফুফের দুর্বল ব্যবস্থাপনা ছিল স্পষ্ট। ফটক ভেঙে দর্শকের স্টেডিয়ামে প্রবেশ করা, টিকিটধারীদের সাথে টিকিটহীন মানুষের গ্যালারিতে চলে যাওয়া, গ্যালারি থেকে দর্শকের মাঠে ঢুকে যাওয়ার মতো একাধিক ঘটনা এবং ম্যাচের পর কোচের কাছে দর্শক চলে যাওয়ার মতো ঘটনাও ঘটেছে।

বাফুফের দুর্বল ব্যবস্থাপনার সবচেয়ে বড় দিক ছিল গেট ম্যানেজমেন্ট। আগেই আশঙ্কা করা হয়েছিল, দর্শকরা সাবলীলভাবে আসনে বসতে পারবেন না। হয়েছেও তাই। প্রধান ফটক দিয়ে প্রবেশের সময়ই বিড়ম্বনার শিকার হয়েছিল দর্শক। খেলা শুরু হয়েছে, তারপরও ঢোকার অপেক্ষা। এক পর্যায় ধৈর্যহারা হয়েই একদল দর্শক গেট ভেঙে ঢুকে যান স্টেডিয়ামে, তারপর গ্যালারিতে।

ওই দুর্বল ব্যবস্থাপনা থেকে বাফুফে শিক্ষা নিতে চায়। যে কারণে, আজকের (মঙ্গলবার) সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ ঘিরে বেশকিছু সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। কোনো ধরণের বিশৃঙ্খলা ঠেকাতে মাঠে দায়িত্ব পালন করবে পুলিশের বিশেষ ইউনিট সোয়াট।

যে কোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে বাফুফে খেলা দেখতে আসা দর্শকদের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি নির্দেশনা দিয়েছে। সেই নির্দেশনাগুলো পালন না করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। দর্শকরা যাতে খেলা শুরুর আগেই গ্যালারিতে গিয়ে নিজ নিজ আসনে বসতে পারেন, সেজন্য ম্যাচ শুরুর ৫ ঘণ্টা আগে স্টেডিয়ামের গেট খুলে দেয়া হবে।

বাংলাদেশ ও সিঙ্গাপুরের ম্যাচে দর্শকদের কি নির্দেশনা দিয়েছে বাফুফে...

১. ম্যাচের ৫ ঘণ্টা আগে গেট খুলবে দুপুর ২টায়।

২. যে কোনো ভুয়া টিকিটধারীর বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

৩. গেট-৩ দিয়ে যারা প্রবেশ করবেন তাদের বাইরের গেটে সারিবদ্ধভাবে দাঁড়াতে হবে। দৈনিক বাংলার মোড় থেকে রাজউক ভবন পর্যন্ত লাইনে দাঁড়ানোর জন্য ২টি লেন বরাদ্দ থাকবে। ১টি লেন যান চলাচলের জন্য খোলা রাখতে হবে।

৪. ঈদের ছুটিতে আশপাশের অফিস বন্ধ থাকায় সড়ক ব্যবহারের এই সুবিধা একবারের জন্যই প্রদান করা হবে।

৫. টিকিটবিহীন দর্শকদের স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেয়া হবে না। কেউ যেন টিকিট ছাড়া প্রবেশের চেষ্টা না করে। সব টিকিট ইতোমধ্যেই বিক্রি হয়ে। তাই যারা টিকিট পায়নি, তাদের জন্য শহরের বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা থাকবে।

৬. স্টেডিয়ামে কোনো ব্যাগ, বোতল বা অতিরিক্ত সামগ্রী আনা কঠোরভাবে নিষিদ্ধ।

সবাইকে নিয়ম মেনে চলার এবং নিরাপদ পরিবেশ গঠনে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে বাফুফে।

এমএমআর/জেআইএম

Read Entire Article