হামজাদের ম্যাচের টিকিট বিক্রি শেষ, বাফুফেতেই ক্ষোভ

5 months ago 10

লেজেগোবরে অবস্থার মধ্যেই বিক্রি হয়ে গেছে বাংলাদেশ ও সিঙ্গাপুর ম্যাচের সব টিকিট। বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে জানিয়ে দেওয়া হয়েছে অনলাইনে টিকিট বিক্রি শেষ।

শনিবার দুপুর ১২টা থেকে টিকিফাই নামের একটি প্রতিষ্ঠান টিকিট বিক্রির ঘোষণা দিয়েছিল। এই প্রতিষ্ঠান প্রথমেই হোঁচট খেয়েছিল। ঘোষণা অনুযায়ী নির্ধারিত সময়ে টিকিট বিক্রি শুরু করতে পারেনি। এর ৮ ঘণ্টা পর রাত আটায় শুরু করেও তালগোল পাকিয়ে ফেলে টিকিফাই।

লাখ-লাখ দর্শক ম্যাচের টিকিট কাটতে গিয়ে হয়রানির শিকার হয়। বাফুফে থেকে তখন জানিয়ে দেওয়া হয় টিকিট বিক্রি বন্ধ। টিকিফাইয়ের ওয়েবসাইট সাইবার আক্রমণের শিকার হয়েছিল বলেও বাফুফে জানায়।

গতকাল (সোমবার) রাত ১০ টায় আবার টিকিট বিক্রি শুরু হলেও কাটতে গিয়ে বিড়ম্বনার শিকার হয় দর্শকরা। কেউ টিকিট পাচ্ছে না- সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অভিযোগ ভেসে বেড়ানোর মধ্যেই বাফুফে জানিয়ে দিয়েছে ‘টিকিট সোল্ডআউট'।

রীতিমতো রহস্যঘেরা টিকিট বিক্রির প্রক্রিয়া শেষ হলেও এ নিয়ে খোদ বাফুফেতেই আছে ভিন্নমত। নাম প্রকাশ না করার শর্তে নির্বাহী কমিটির এক সদস্য বলেন, 'অনেকেই অনলাইনে টিকিট বিক্রির বিপক্ষে ছিলেন। তবে কয়েকজন মিলে এই সিদ্ধান্ত নিয়েছেন। অভিজ্ঞতা সুখকর হলো না। বরং নানা বিতর্কের জন্মই দিলো বাফুফে। এর চেয়ে কোনো ব্যাংকের মাধ্যমে বিক্রি করলো আরো সুশৃঙ্খল হতো।'

আরআই/আইএইচএস/

Read Entire Article