আন্তর্জাতিক সব প্রক্রিয়া শেষে হামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে খেলার পথ খুলে যাওয়ার দুইদিন পর দেশের ফুটবল পেলো আরেকটি সুখবর।
খেলোয়াড়ের পর এবার স্থাপনা। স্টেডিয়াম ও মাঠ সংকটে ভুগতে থাকা দেশের ফুটবল ১০ বছরের জন্য পেয়ে যাচ্ছে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম। এক সময় এ স্টেডিয়ামে জমজমাট ফুটবল হলেও বর্তমানে সেখানে ক্রিকেটের সঙ্গে ভাগাভাগি করায় নানা সংকট তৈরি হয়ে আসছিল।
অবশেষে নিজেদের করে দেশের অন্যতম এই স্টেডিয়াম পেয়ে যাওয়ায় বাফুফে সেখানে নির্বিঘ্নে ফুটবল আয়োজন করতে পারবে। এমনকি এই স্টেডিয়ামকে উন্নতমানের আন্তর্জাতিক ভেন্যু হিসেবেও তৈরি করতে পারবে দেশের ফুটবলের অভিভাবক সংস্থাটি।
ফুটবলের জন্য এই সুখবর দিয়েছেন দেশের ক্রীড়ার অভিভাবক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার পল্টনের শহীদ তাজউদ্দিন ইনডোর স্টেডিয়ামে ইউনেক্স-সানরাইজ আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগোগিতার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন তিনি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গণমাধ্যমকে জানিয়েছেন, এমএ আজিজ স্টেডিয়াম ফুটবল ফেডারেশনকে ১০ বছরের জন্য ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।
সংস্কারের দীর্ঘসূত্রিতার কারণে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফুটবল বন্ধ অনেক দিন ধরে। এ স্টেডিয়াম প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা বলেছেন, ‘ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হবে বলেই আমাকে জানানো হয়েছিল। আশা করি বাফুফে জানুয়ারি থেকে এখানে ফুটবল খেলা শুরু করতে পারবে।’
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির ফুটবলার হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলার পথ খুলে যাওয়া প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেছেন, ‘এটা অবশ্যই ভালো খবর। বাফুফে অনেকদিন ধরে হামজাকে নিয়ে কাজ করছিল। আমার বিশ্বাস হামজার অন্তর্ভূক্তি দেশের ফুটবলে ইতিবাচক প্রভাব পড়বে।’
ক্রীড়া উপদেষ্টা ১০ বছর ব্যবহারের অনুমতির কথা বললেও বাফুফে চেয়েছে ২৫ বছরের জন্য। গত সপ্তাহে বাফুফে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে চিঠি দিয়ে তারা দীর্ঘ মেয়াদে এমএ আজিজ স্টেডিয়াম পাওয়ার আবেদন করেছে।
এ বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার জাগো নিউজকে বলেছেন, ‘এই স্টেডিয়ামে ফিফা ও এএফসির কোনো প্রজেক্ট পেতে হলে দীর্ঘ সময়ের জন্য বরাদ্দ লাগবে। তাই ২৫ বছরের জন্য বরাদ্দ চেয়েছি। এ ভেন্যু পেলে আমরা এখানে ফুটবল কমপ্লেক্স তৈরি করবো ফিফা বা এফসির প্রজেক্টের মাধ্যমে।’
ক্রীড়া উপদেষ্টা ১০ বছর ব্যবহারে কথা ঘোষণা করেছেন। এখন কি সময় বাড়বে? ‘আমরা আশাবাদী। আমাদের সভাপতি এ নিয়ে কাজ করছেন। লম্বা সময়ের জন্য বরাদ্দ পেলে আমরা স্টেডিয়াম নিয়ে পরিকল্পনা শুরু করবো’- বলেছেন ইমরান হোসেন তুষার।
ওই স্টেডিয়ামের মাঠের মাঝে ক্রিকেটের পিচ আছে। পিচ সরিয়ে ফুটবলের উপযুক্ত মাঠ তৈরি করে এ মৌসুমে ফুটবল শুরু সম্ভব কি না? জবাবে তুষার বলেন, ‘আমরা এই মৌসুম নিয়ে ভাবছি না। আমাদের পরিকল্পনা লম্বা সময়ের জন্য।’
আরআই/আইএইচএস