হারের দায় নিজের কাঁধে নিলেন লিটন
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নিশ্চিত হওয়ার আগেই ব্যর্থতার মুখ দেখল বাংলাদেশ। চট্টগ্রামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৪ রানের হারে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হাতছাড়া করেছে টাইগাররা। আবারও ব্যাটিং ব্যর্থতায় ডুবেছে লিটন দাসের দল, আর সেই দায় নিজের কাঁধেই তুলে নিলেন অধিনায়ক।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লিটন বলেন, ‘বোলাররা গত ২-৩ সিরিজ ধরে দারুণ করছে। তাদের কাছে আমি দুঃখিত, কারণ তারা নিজেদের কাজটা করার পরও আমরা ম্যাচ জিততে পারছি না।’
ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করে থেমেছিল ১৪৯ রানে। চট্টগ্রামের ব্যাটিং সহায়ক উইকেটে এই লক্ষ্যও টপকাতে পারেনি বাংলাদেশ। জাকের আলী, শামীম হোসেনদের ব্যর্থতায় থেমে গেছে ইনিংস, জয়ের স্বপ্ন ভেঙে গেছে মাঝপথেই।
নিজের ব্যাটিং নিয়েও হতাশ লিটন। তিনি বলেন, ‘১৫০ রান খুব বড় লক্ষ্য না, বিশেষ করে চট্টগ্রামে। কিন্তু আমরা কেউই সেট হয়ে বড় ইনিংস খেলতে পারিনি। আমাকেও ১২-১৩ ওভার পর্যন্ত ব্যাট করা উচিত ছিল। নিজের উন্নতি করতে হবে, কারণ আমি যদি ব্যাট করে যেতাম ম্যাচ শেষ করে আসতে পারতাম।’
শেষে তিনি স্বীকার করেন, ‘তারা (ওয়েস্ট ইন্ডিজ) ভালো বোলিং করেছে, ফিল্ডিংয়েও আমরা প্রথম ম্যাচের মতো ছিলাম না। সুযোগ ছিল, কিন্তু কাজে লাগাতে পারিনি।’
এই হারে দুই ম্যাচ শেষে ২-০ ব্যবধানে সিরিজ হারল বাংলাদেশ। এখন বাকি একমাত্র ম্যাচটি শুধুই সম্মান রক্ষার।

3 hours ago
6









English (US) ·