হালুয়াঘাটে আ’লীগের আলোচিত নেত্রী শিমুল গ্রেফতার

2 days ago 9

ময়মনসিংহের হালুয়াঘাটে মহিলা আওয়ামী লীগের আলোচিত নেত্রী আসমাউল হুসনা শিমুলকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৩ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার জয়িতা মহিলা মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসমাউল হুসনা শিমুল সাবেক ময়মনসিংহ জেলা পরিষদ সদস্য ও বর্তমান উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের।

তিনি বলেন, হালুয়াঘাটে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় নাশকতার মামলার আসামি ছিলেন আসমাউল হুসনা শিমুল। ফলে তিনি বিভিন্ন স্থানে পালিয়ে ছিলেন। রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি তিনি জয়িতা মহিলা মার্কেট এলাকায় আছেন। এমন তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার শিমুলকে বিকেলে আদালতে হস্তান্তর করা হবে বলেও জানিয়েছেন ওসি আবুল খায়ের।

এদিকে আওয়ামী লীগ সরকারের শাসনামলে শিমুলের বিরুদ্ধে তার এলাকায় একাধিকবার মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, অভাব-অনটনে থাকা শিমুল জেলা পরিষদ সদস্য হয়ে বিপুল অর্থ-সম্পদের মালিক হয়েছেন। আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে অল্প সময়ে তার ভাগ্যের চাকা ঘুরে যায়। জেলা পরিষদের বিভিন্ন প্রকল্পে শিমুল দুর্নীতির মাধ্যমে হাতিয়েছেন অঢেল টাকা। বেকার শিক্ষিত যুবকদের চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাসেও হাতিয়েছেন টাকা। এছাড়া ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য জুয়েল আরেংয়ের আশীর্বাদে এলাকায় আধিপত্য বিস্তার করেছিলেন এই নেত্রী। দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করলেই তার বিরুদ্ধে দুর্নীতির আরও নানা তথ্য বেরিয়ে আসবে।

কামরুজ্জামান মিন্টু/এফএ/এমএস

Read Entire Article