হাসপাতাল থেকে যুবককে তুলে নেওয়ার ভিডিও ভাইরাল

2 hours ago 3

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতাল থেকে টেনেহিঁচড়ে এক যুবককে তুলে নেওয়ার ভিডিও ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করেছে পুলিশ। পাশাপাশি তুলে নিয়ে যাওয়া যুবককেও পুলিশ হেফাজতে নিয়েছে।

রোববার (৯ নভেম্বর) রাতে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকার একটি বেসরকারি হাসপাতালে এ ঘটনা ঘটেছে। সোমবার (১০ নভেম্বর) সিসিটিভি ক্যামেরায় ধারণ করা এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

জানা যায়, তুলে নিয়ে যাওয়া যুবকের নাম মো. ফরহাদ। তিনি কুমিল্লার মনোহরগঞ্জ এলাকার ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ) সাবেক নেতা। বর্তমানে চট্টগ্রামে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।

১৪ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, হাসপাতালে চিকিৎসকদের চেম্বারের সামনে থেকে সবার সমানে থেকে চার থেকে পাঁচ তরুণ ওই যুবককে টেনে নিয়ে যাচ্ছেন। তার দুই হাত দুই পাশ থেকে ধরে রেখেছেন তরুণরা। যুবক বারবার নিজেকে মুক্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান কালবেলাকে বলেন, তুলে নিয়ে যাওয়া যুবক পুলিশের হেফাজতে আছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা নেওয়া হচ্ছে। 

Read Entire Article