হাসপাতালে এ আর রাহমান

3 hours ago 3
ভারতের অস্কারজয়ী সুরকার ও সংগীতশিল্পী এ আর রাহমান হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার (১৬ মার্চ) সকালে বুকে ব্যথা অনুভব করায় চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের সূত্রে জানা যায়, রোববার সকাল সাড়ে ৭টার দিকে হাসপাতালে ভর্তি করা হয় এ আর রহমানকে। এরপর ইসিজি, ইকোকার্ডিওগ্রামসহ বেশ কিছু পরীক্ষা করানো হয়েছে।     এরপর হাসপাতালের ঘনিষ্ঠ সূত্র থেকে সংবাদমাধ্যমটিকে জানানো হয়, ডাক্তারদের বিশেষজ্ঞ একটি দল এ আর রাহমানকে দেখেছেন। তার এনজিওগ্রাম করা হতে পারে। এদিকে এ আর রাহমানের এক মুখপাত্র বলেন, গতকাল লন্ডন থেকে ভারতে ফেরার পরই খুব অস্বস্তি বোধ করছিলেন তিনি। যার ফলে গতকাল রাতেই চেকআপ করানোর জন্য হাসপাতালে যান। চিকিৎসকদের ভাষ্য, ‘রোজা রাখার কারণে তার দেহে পানিশূন্যতা তৈরি হয়েছে।’ তবে  এখন তিনি ভালো আছেন। ধীরে ধীরে আরও সুস্থ হয়ে উঠছেন।  ১৯৯২ সালে তামিল ভাষার ‘রোজা’ সিনেমা দিয়ে সুরকার হিসেবে যাত্রা শুরু করেন। ১৯৯৫ সালে রাম গোপাল ভার্মার ‘রঙ্গীলা’ সিনেমার সংগীত পরিচালনার মাধ্যমে তার বলিউড যাত্রা। ড্যানি বয়েলের ‘স্লামডগ মিলিয়নিয়ার’ সিনেমার জন্য অস্কার, গ্র্যামি, বাফটা ও গোল্ডেন গ্লোব পুরস্কার জিতে নেন এ আর রাহমান। এছাড়া ২০০০ সালে পদ্মশ্রী এবং ২০১০ সালে ‘পদ্মভূষণ’ পদকও জিতেন এ সুরকার। 
Read Entire Article