হাসান আরিফ তার কর্মের মধ্যদিয়ে বেঁচে থাকবেন: অ্যাটর্নি জেনারেল

2 days ago 11

অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সাবেক অ্যাটর্নি জেনারেল প্রয়াত এ এফ হাসান আরিফ ছিলেন একজন ক্ষণজন্মা পুরুষ, যিনি তার কর্মের মধ্যদিয়ে বেঁচে থাকবেন।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) এ এফ হাসান আরিফ স্মরণে অ্যাটর্নি জেনারেল অফিস কর্মকর্তা ও কর্মচারী কল্যাণ সমিতি আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, এ এফ হাসান আরিফের মৃত্যুর খবর শুনে আমার পৃথিবী স্তব্ধ হয়ে গিয়েছিল। আমার কাছে মনে হয়েছিল আমি আমার কাছের কোনো আপনজনকে হারালাম। প্রয়াত হাসান আরিফ ছিলেন ক্ষণজন্মা পুরুষ, যিনি তার কর্মের মধ্যদিয়ে বেঁচে থাকবেন।

আরও পড়ুন

অ্যাটর্নি জেনারেল কার্যালয় ভবনের রুফটফে আয়োজিত দোয়া মাহফিলে অ্যাটর্নি অন্যদের মধ্যে তিন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, সব ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল, সলিসিটর, ডেপুটি সলিসিটরসহ অ্যাটর্নি জেনারেল অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। মাহফিলে হাসান আরিফের ছেলে মোয়াজ আরিফ উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত আলোচনা পর্ব শেষে প্রয়াত হাসান আরিফের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

গত ২০ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে মারা যান অন্তর্বর্তী সরকারের ভূমি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। গত ২৩ ডিসেম্বর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তিনি চিরশায়িত হন।

এফএইচ/ইএ

Read Entire Article