শেখ হাসিনা ১৬ বছরে সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘন করেছেন বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব অ্যাড. এস এম নুরে এরশাদ সিদ্দিকী।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের আয়োজনে জাতীয় প্রেস ক্লাবে আবদুস সালাম হলে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তিনি এ মন্তব্য করেন।
ওই আলোচনা সভায় সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব অ্যাড. এস এম নুরে এরশাদ সিদ্দিকী ও সভা সঞ্চালনা করেন গণঅধিকার পরিষদের মানবাধিকারবিষয়ক সম্পাদক অ্যাড. মো. খালিদ হোসেন।
সভাপতির বক্তব্যে অ্যাড. নুরে এরশাদ সিদ্দিকী বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ১৬ বছরে সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘন করেছেন। অথচ আওয়ামী লীগ তাকে বলেছে মাদার অব হিউম্যানিটি; ৩টি নির্বাচনে তিনি ভোট ডাকাতির মাধ্যমে এদেশের জনগণের ভোটাধিকার লঙ্ঘন করেছে, অথচ ছাত্রলীগ যুবলীগ তাকে বলেছে গণতন্ত্রের মানসকন্যা; ৫ মে শাপলা চত্বরে ইসলামপন্থিদের হত্যা করেছে এই তথাকথিত কওমি জননী। পৃথিবীর ইতিহাসে শেখ হাসিনার মতো গণতন্ত্র ও মানবাধিকার লঙ্ঘনকারী জগন্যতম স্বৈরশাসক খুব কমই আছে।
তিনি আরও বলেন, জুলাই আগস্টের অভ্যত্থানে ২ হাজারের বেশি ছাত্র-জনতা শহীদ হয়েছে, ৩০ হাজারের উপরে পঙ্গু হয়েছে অধিকারভিত্তিক তারুণ্যনির্ভর বাংলাদেশ গড়তে। তাই নতুন বাংলাদেশ গড়তে আগে রাষ্ট্রের সংস্কার প্রয়োজন। বিচার বিভাগ, দুদক, পুলিশ, জনপ্রশাসন, স্থানীয় সরকার ব্যবস্থা, গণমাধ্যম সবকিছুর ৮০ ভাগ সংস্কার বর্তমান অন্তর্বর্তী সরকার করতে পারে। শুধু সংবিধান সংশোধন ব্যতীত ৮০ ভাগ সংস্কার রাষ্ট্রপতির অর্ডিন্যান্স জারির মাধ্যমে করা সম্ভব।
সভায় আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ফাতেমা তাসনিম, আব্দুজ জাহের, আইন সম্পাদক অ্যাড. শেখ শওকত হোসেন, সহকারী অ্যাটর্নি জেনারেল ড. শোয়েব মাহমুদ, সহআইন সম্পাদক অ্যাড. হাবিবুর রহমান, অ্যাড. সাজেদুল ইসলাম রুবেল, আইনজীবী অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক অ্যাড. মো. খাদেমুল ইসলাম, অ্যাড. মুমিনুল ইসলাম মমিন, অ্যাড. মেহেদী হাসান, অ্যাড. গৌরাঙ্গ লাল মন্ডল, অ্যাড. হাসিনা হাসু, অ্যাড. নার্গিস পারভীন, অ্যাড. আনোয়ার হোসেন প্রমুখ।