হাসিনার মতো দেশকে বিকিয়ে দেওয়া যাবে না : রাশেদ প্রধান 

2 months ago 8

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ২৩ জুন পলাশী দিবসের ইতিহাস সোনার বাংলাকে শ্মশানে পরিণত করার ইতিহাস, স্বাধীনতাকে কেড়ে নেওয়ার ইতিহাস, বিশ্বাসঘাতকতার ইতিহাস। ভাগ্যের কী নির্মম পরিহাস, বিশ্বাসঘাতকতার এই কালো দিন ২৩ জুন জন্ম নিয়েছিল আওয়ামী লীগ।

তিনি আরও বলেন, মীরজাফর যেভাবে প্রহসনের যুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলা তুলে দিয়েছিল ইংরেজদের হাতে, শেখ হাসিনা তেমনই প্রহসনের নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে বানিয়েছিল ভারতের করদ রাজ্য। তাই আমাদের পলাশীর শিক্ষা গ্রহণ করতে হবে। ভবিষ্যতে কেউ মীরজাফর কিংবা শেখ হাসিনা হতে চাইলে তাকে প্রতিহত করতে হবে। আর কোনো বিদেশি প্রভুর কাছে মীরজাফর ও শেখ হাসিনার মতো দেশকে বিকিয়ে দেওয়া যাবে না। 

সোমবার (২৩ জুন) সকালে রাজধানীর পল্টনস্থ শফিউল আলম প্রধান মিলনায়তনে জাগপা আয়োজিত 'পলাশী দিবসের শিক্ষা ও আগামীর সচেতনতা' শীর্ষক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে রাশেদ প্রধান এসব কথা বলেন।

জাগপার এই মুখপাত্র বলেন, গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় প্রদান, সীমান্তে হত্যা, ভূমি দখল, পানির ন্যায্য হিস্যা না দেওয়া, অবৈধ পুশ-ইন নিয়ে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতে যাদের এখনো সমস্যা হচ্ছে, তাদের সঙ্গে মীরজাফরের পার্থক্য কোথায়? জুলাই গণঅভ্যুত্থানে আমাদের প্রকৃত স্বাধীনতা ও সার্বভৌমত্ব উপভোগ করার সুযোগ সৃষ্টি হয়েছে। শেখ হাসিনার রেখে যাওয়া শ্মশানকে সোনার বাংলায় রূপান্তর করতে হবে। আর তাই আগামীতে নতুন করে কেউ স্বৈরাচার হয়ে হিন্দুস্তানকে প্রভু বানাতে চাইলে, বাংলার জনগণ বরদাশত করবে না ইনশাআল্লাহ।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন জাগপা সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম মেম্বার আসাদুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক সাব্বির আলম চৌধুরী রাজীব, ঢাকা মহানগর জাগপার আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, শ্রমিক জাগপা সাধারণ সম্পাদক মো. মনোয়ার হোসেন প্রমুখ।

Read Entire Article