‘হাসিনার ষড়যন্ত্র রুখে দেবে তরুণ ছাত্র-জনতা’

2 hours ago 4
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ঢাকা-৫ আসনে বিএনপির প্রধান সমন্বয়কারী আলহাজ নবী উল্লাহ নবী বলেছেন, সাধারণ মানুষের আরাম আয়েশ হাসিনার সহ্য হয় না। এ জন্যই বিদেশের বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এসব ষড়যন্ত্র রুখে দেবে তরুণ ছাত্র-জনতা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে রাজধানীর ডেমরায় তাজমহল রোডের খেলার মাঠে বিজয় দিবস নাইট টুর্নামেন্টের ফাইনাল খেলার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, হাসিনা ভারতে বসে দেশের শান্তি বিনষ্ট করে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে। তাকে যে কোনো মূল্যে দেশে এনে ছাত্র-জনতা হত্যার বিচার করতে হবে। নয় তো জুলাই আগস্ট আন্দোলনের শহীদদের মর্যাদা রক্ষা হবে না। শহীদদের আত্মার শান্তির জন্য হাসিনার বিচার অতিগুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমানুল্লাহ বক্স। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডেমরা থানা বিএনপির সভাপতি পদপ্রার্থী এসএম রেজা চৌধুরী সেলিম ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. আনিসুজ্জামান। এ ছাড়াও ডেমরা থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন খান, ৬৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তালুকদার, ৬৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন খান রিপন, ৬৪ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি শুভ হোসেন বাবু, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক শৈকত পণ্ডিত, ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রানাসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
Read Entire Article