চট্টগ্রামে ‘হায় মুজিব হায় মুজিব’ মাতম করা সেই বহুল সমালোচিত ও বিতর্কিত আওয়ামী লীগ নেতা হাজি ইকবালকে (৬৩) গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৫ ডিসেম্বর) ভোরে বন্দর থানার ২নং সাইট মালুম বাড়ি জামে মসজিদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
হাজি ইকবাল বন্দর থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগরের সভাপতি ছিলেন। এ ছাড়াও তিনি নগরীর মধ্যম হালিশহর ২নং সাইট এলাকার মৃত আলী আকবরের ছেলে।
২০১৭ সালের ১৫ আগস্ট চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে তাজিয়া মিছিলের আদলে সমাবেশ করে ‘হায় মুজিব হায় মুজিব’ মাতম তুলেছিলেন হাজি ইকবাল।
বন্দর থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান কালবেলাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত বলেন, তার বিরুদ্ধে নগরীর বন্দর ইপিজেড বিভিন্ন থানার মামলা রয়েছে। তিনি চাঞ্চল্যকর যুবলীগকর্মী মহিউদ্দিন হত্যা মামলার প্রধান আসামি। বন্দর থানায় তার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা রয়েছে। থানায় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।