হিজল গাছের ভূত
যাসনে খোকা হিজল তলায়
ভূত সেখানে রয়,
সন্ধ্যা হলেই ভূতের বাড়ি
গানের আসর হয়।
গানের সুরে মগ ডালেতে
ভূতের নাতির নাচ,
হিজল পাতা তবলা বানায়
কাঁপে হিজল গাছ।
শনশন বাতাস এক তারাতে
পেতনি তুলে সুর,
ভূতের রাজার ঝলসানো চোখ
আলো ছড়ায় দূর।
দাঁত কেলিয়ে ডাকবে খোকা
দুষ্ট ভূতের পুত,
কী ভয়ংকর দেখতে লাগে
হিজল গাছের ভূত।