হিন্দুদের জন্য চাকরি নিষিদ্ধ করার দাবি প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের নাকচ

2 weeks ago 12

সরকারি চাকরিতে বাংলাদেশ সরকার হিন্দুদের প্রবেশ নিষিদ্ধ করেছে বলে টাইমস অ্যালজেব্রার এক্স হ্যান্ডেল অ্যাকাউন্টের একটি পোস্টে দাবি করা হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এই দাবি নাকচ করে এক বিবৃতিতে বলেছে যে এটি সম্পূর্ণ মিথ্যা।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের যাচাই করা ফেসবুক অ্যাকাউন্ট সিএ প্রেস উইং ফ্যাক্টসে পোস্ট করা একটি বিবৃতিতে বলেছে, ‘এক্সের এই পোস্টে হিন্দুদের চাকরি নিষিদ্ধ করার দাবির বিষয়টি সম্পূর্ণ মিথ্যা।’

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ সরকার ধর্মের ভিত্তিতে কোনো নাগরিকের প্রতি বৈষম্য করে না।

পোস্টে উল্লেখিত স্বরাষ্ট্রবিষয়ক উপদেষ্টার উদ্ধৃতিটিও মিথ্যা বলে জানানো হয় বিবৃতিতে।

সম্প্রতি অন্তর্বর্তী সরকারকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে বিভ্রান্তির সৃষ্টির পাঁয়তারা চলছে। তাই গুজবরোধে একটি ফ্যাক্ট চেকিং ফেসবুক পেজ চালু করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

Read Entire Article