হিন্দুদের নিরাপত্তা চেয়ে বিক্ষোভ, আটক ৫০০

2 months ago 26

ভারতে বাংলাদেশি হিন্দুদের নিরাপত্তার দাবিতে বিক্ষোভ করেছেন বিভিন্ন দল ও গোষ্ঠীর সদস্যরা। এ ঘটনায় অন্তত ৫০০ জনকে আটক করা হয়েছে। 

বুধবার (০৪ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের চেন্নাইয়ে বাংলাদেশি হিন্দুদের নিরাপত্তার দাবিতে বিক্ষোভ পালিত হয়েছে। রাজা রাঠিনাম স্টেডিয়ামের সামনে এ বিক্ষোভ পালিত হয়। এ সময় সেখান থেকে অন্তত ৫০০ জনকে আটক করেছে চেন্নাই পুলিশ। তাদের মধ্যে অন্তত ১০০ জন নারী রয়েছেন। 

বিক্ষোভে নেতৃত্ব দিয়েছেন হিন্দু মুন্নানি সংগঠক রাজু। এতে আরও উপস্থিত ছিলেন সাবেক গভর্নর তামিলিসাই সৌন্দররাজন, আরএসএস নেতা কেশভা বিনয়াগম, বিজেপি নেতা কারু নাগারাজাম এবং হুইপ দুরাইস্বামী।

বিক্ষোভে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে তারা বিভিন্ন স্লোগান দেন। এ ছাড়া তারা হিন্দুদের নিরাপত্তার দাবি জানান। এ সময় আন্দোলনকারীরা আন্না সালাইয়ের দিকে মার্চ করার চেষ্টা করেন। তবে পুলিশ তাদের বাধা দেয় এবং সেখান থেকে তাদের আটক করে। 

আটক বিক্ষোভকারীদের আরআর স্টেডিয়াম থেকে পুলিশের গাড়ি এবং এমটিসির বাসে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তাদের শহরের আনা অডিটোরিয়ামে আটক করা হয়েছে। এ ছাড়া কয়েকজনকে পেরিয়ামের একটি করপোরেশন কমিউনিটি হলে আটক রাখা হয়েছে।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, চেন্নাইয়ের ইগমোর থানা পুলিশ এ ঘটনায় একটি মামলা দায়ের করেছে। পুলিশের কাছ থেকে পূর্বানুমতি ছাড়াই বিক্ষোভের অভিযোগে এ মামলা দায়ের করা হয়েছে। 
 

Read Entire Article