হিমোফিলিয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

2 months ago 6

সাভারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী জোবায়ের হোসাইন।

রোববার (২২ জুন) সকাল ১০টার দিকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।

জোবায়ের জাবি ৫১ ব্যাচের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি খুলনায়। তিনি দীর্ঘদিন ধরে হিমোফিলিয়ায় রোগে আক্রান্ত ছিলেন।

সকালে প্রচণ্ড পেটব্যথা হলে তাকে এনাম মেডিকেলে নিয়ে যাওয়া হয়। এর কিছুক্ষণ পরই তার মৃত্যুর সংবাদ আসে। এর আগে রাতের দিকে অনেকবার পেট ব্যথা ও বমি হয়েছে বলে জানান তার বন্ধুরা।

জোবায়েরের মৃত্যুতে উপাচার্য বলেন, তার অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয় একজন মেধাবী শিক্ষার্থীকে হারালো। তার পরিবারের জন্য এ ক্ষতি অপূরণীয়।

উপাচার্য জোবায়ের হোসাইনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ১০ নম্বর হল সংলগ্ন সিডনি ফিল্ডে জোবায়েরের প্রথম জানাজা হয়। জানাজা শেষে মরদেহ নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন তার স্বজনরা।

সৈকত ইসলাম/জেডএইচ/এমএস

Read Entire Article