হিরো আলম তালাক দেওয়ায় যা বললেন রিয়া মনি

13 hours ago 5

আলোচিত ও সমালোচিত কনটেন্ট নির্মাতা হিরো আলম সোশ্যাল মিডিয়াতে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে। শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর আফতাবনগরে স্ত্রী রিয়া মনিকে মৌখিকভাবে তিন তালাক দেন তিনি। তার আগে দেশের বিভিন্ন জেলা থেকে আসা নারী ভক্তদের সঙ্গে আনা দুধ দিয়ে প্রকাশ্যে গোসল করেছেন।

হিরো আলমের সঙ্গে রিয়া মনির পারিবারিক জীবনে টানাপোড়েন চলছে দীর্ঘদিন ধরেই। এবার তা রুপ নিয়েছে বিচ্ছেদে। হিরো আলম তালাক দিয়েছেন জেনে কিছু বলার নেই বলে মন্তব্য করেছেন রিয়া মনি। তিনি জাগো নিউজকে বলেন, ‌‘হিরো আলম যা ভালো মনে করছে, সে তাই করবে। আমার কোনো অভিযোগ নেই। আমি তো চেষ্টা করেছি সংসারটা করতে। কিন্তু সেটা করতে পারিনি।’

হিরো আলমের আনা বিভিন্ন অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘দেখুন, হিরো আলম আমার নামে অভিযোগ করতে পারে। সেটা তার অধিকার। কিন্তু সেই অভিযোগগুলো প্রমাণ দিতে হবে তো। আমি আর কিছু বলতে চাই না। যদি বলতে হয় আদালতে বলবো। আইনের কাছে তো মিথ্যা বলতে পারবে না।’

এদিকে মৌখিকভাবে তিন তালাক দেওয়ার পর রিয়া মনির সস্পর্কে হিরো আলম বলেন, ‘রিয়া মনি আমাকে খুন করতে চেয়েছিল। সে পরকীয়া করেছে। আজ তাকে তালাক দিয়েছি। এজন্য দুধ দিয়ে গোসল করে আমি নতুনভাবে নিজেকে শুদ্ধ করছি।’

হিরো আলম জানান, ডিভোর্সের কাগজপত্র চূড়ান্ত করেছেন তার উকিল। কোর্টের মাধ্যমে তিন মাসের মধ্যে রিয়া মনি তালাকের কাগজ পাবেন।

এলআইএ/জেআইএম

Read Entire Article