হিলি দিয়ে আসছে পেঁয়াজ, বন্ধ আলু

3 weeks ago 9

নতুন করে আলু রপ্তানিতে স্লট বুকিং না পাওয়ায় সোমবার (২ ডিসেম্বর) সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে পেঁয়াজের আমদানি। সবশেষ রোববার (১ ডিসেম্বর) ১৪টি ট্রাকে ৪০০ মেট্রিক টন আলু আমদানি হয়েছে এই বন্দর দিয়ে।

সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী।

তিনি বলেন, দেশের বাজারে দাম স্বাভাবিক রাখতে গত সপ্তাহে আলু রপ্তানিতে স্লট বুকিং বন্ধ করে দেয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এরপর কয়েক দফায় বৈঠক শেষে আগের বুকিং করা আলু দিতে সম্মতি পাওয়া যায়। ফলে গত মঙ্গলবার থেকে আলু আমদানি শুরু হয়। তবে আগের স্লট বুকিংয়ের আলু শেষ হওয়ায় আজ সোমবার থেকে হিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানি বন্ধ রয়েছে।

এর আগে গত ২৪ নভেম্বর স্লট বুকিং বন্ধ করে দেয় পশ্চিমবঙ্গ সরকার। গত চার দিনে আগের স্লট বুকিংয়ের আলু এসেছে পাঁচ হাজার ৩০০ মেট্রিক টন।

এদিকে রোববার বন্দরে আমদানি করা ভারতীয় আলু বিক্রি হয়েছে ৬১-৬২ টাকা কেজি দরে। শনিবার (৩০ নভেম্বর) বিক্রি হয় ৬০-৬১ টাকা। আজ সকালে হিলি খুচরা বাজারে বিক্রি হচ্ছে প্রকারভেদে ৬৮-৭১ টাকা কেজি।

জানতে চাইলে ভারতীয় আলু আমদানিকারক শাহাবুল ইসলাম জানান, নতুন করে আলু আমদানিতে স্লট বরাদ্দ বন্ধ রেখেছে ভারত। ফলে আজ সকাল থেকে ভারতীয় আলু আমদানি বন্ধ রয়েছে। নতুন করে স্লট বুকিংয় কার্যক্রম চালু না করা পর্যন্ত আলু আমদানি বন্ধ থাকবে।

মাহাবুর রহমান/এসআর/এমএস

Read Entire Article