কক্সবাজারের পেকুয়ায় মাতামুহুরি নদী থেকে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ মার্চ) সকালে সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সৈকত পাড়া নামকস্থানে স্থানীয়রা ভাসমান অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারের জন্য নৌপুলিশে সহায়তা নেয়।
উদ্ধার কিশোর মোহাম্মদ মজিব (১৭) চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সিকদার পাড়া এলাকার প্রবাসী মোহাম্মদ আলীর ছেলে। পেশায় তিনি অটোচালক (টমটম)। লাশের পরিচয় শনাক্ত করেছেন পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার কফিল উদ্দিন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সকালে মাতামুহুরি নদীতে লাশটি ভাসমান অবস্থায় দেখতে পায়। এ সময় নদীর পাড়ে রাস্তায় একটি ব্যাটারিবিহীন টমটম গাড়ি দেখতে পায়। টমটম গাড়ি চোর সিন্ডিকেট এ ঘটনা ঘটিয়েছে বলে স্থানীয়দের ধারণা।
নিহতের ভাই আবদুল আজিজ বলেন, গতকাল সন্ধ্যা ৭টায় তার সাথে মোবাইলে কথা হয়। সে তখন গাড়ি চালাচ্ছিল। এরপর তার মোবাইল বন্ধ পাওয়া যায়। রাতে অনেক খোঁজাখুঁজি করে পাওয়া না গেলে চকরিয়া থানায় সাধারণ ডায়েরি করি। আজ ১২টার দিকে খবর পাই মাতামুহুরি নদীতে তার লাশ ভাসছে।
তিনি বলেন, বেশ কিছুদিন ধরে এলাকার কিছু চোর তার গাড়িটি চুরি করে লাশ গুম করবে বলে হুমকি দেয়। তারাই এ ঘটনা ঘটিয়েছে বলে আমার ধারণা।
এদিকে পেকুয়া থানার ওসি মো. সিরাজুল মোস্তফা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, স্থানীয়রা একটি লাশ মাতামুহুরি নদীতে ভাসতে দেখে পুলিশকে খবর দেন। আমার নেতৃত্বে পেকুয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে নৌপুলিশের সহায়তায় লাশ উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।