হৃত্বিক ও তার পরিবারকে নিয়ে নেটফ্লিক্সের সিরিজ

3 weeks ago 15

নেটফ্লিক্স একটি নতুন ডকুমেন্টারি সিরিজ প্রকাশ করতে যাচ্ছে। এতে বলিউডের বিখ্যাত রোশান পরিবারের তিন প্রজন্মের গল্প বলা হবে। সেইসঙ্গে উঠে আসবে বলিউড চলচ্চিত্রে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথাও। এই তথ্যচিত্রের মাধ্যমেই প্রথমবারের মতো হৃত্বিক এবং তার পরিবারের সদস্যরা তাদের বিনোদন জগতের যাত্রা ও সাফল্য নিয়ে বিস্তারিত তথ্য দেবেন।

এই ডকুমেন্টারি সিরিজে বলিউডে এই পরিবারের যাত্রার শুরু থেকে এখন পর্যন্ত সব গল্প থাকবে। যেখানে এই পরিবারের প্রধান পুরুষ রোশন লাল নাগরতকে নিয়ে আলোচনার শুরু হবে। মূলত তার হাত ধরেই রোশন পরিবারের নাম যশ ও খ্যাতি ছড়িয়ে পড়েছি। তার পরবর্তী প্রজন্মের সদস্য রাকেশ রোশান, রাজেশ রোশান এবং বলিউড সুপারস্টার হৃত্বিক রোশনের বলিউড যাত্রার আলোচনা আসবে পর্যায়ক্রমে।

সিরিজটি রোশন পরিবারের সদস্যদের সংগীত, পরিচালনা এবং অভিনয়ের মাধ্যমে ভারতীয় সিনেমার প্রতি তাদের অবদানকে বিস্তারিত আকারে তুলে ধরবে।

‘ডোবারা’ ছবির পরিচালক শশী রঞ্জন এই সিরিজটি পরিচালনা করেছেন। এতে রোশন পরিবারের সদস্যদের পাশাপাশি চলচ্চিত্র শিল্পের অন্যান্য ব্যক্তিরাও সাক্ষাৎকার দিয়েছেন। তারা রোশান পরিবারের চলচ্চিত্রে অবদানের বিষয়ে আলোচনা করবেন।

এই তথ্যচিত্রটি নিয়ে বেশ আনন্দিত হৃত্বিক রোশন। তিনি বলেন, ‘আমরা আমাদের পরিবারের অজানা গল্পগুলো বিশ্বব্যাপী দর্শকদের সঙ্গে শেয়ার করতে পেরে আনন্দিত। নেটফ্লিক্স আমাদের বলিউড যাত্রা ও নানা ঘটনার গল্প তুলে ধরার যে সুযোগ দিয়েছে সেটি আমাদের জন্য একটি সম্মান।’

পরিচালক শশী রঞ্জন বলেছেন, ‘রোশান পরিবারের গল্প এবং ঐতিহ্যের অংশ হওয়া ছিল একটি অসাধারণ অভিজ্ঞতা। এটি আমার জন্য এক বিরল সম্মানের।’

নেটফ্লিক্স ইন্ডিয়ার কনটেন্ট ভিপি মনিকা শেরগিল বলেছেন, ‘এটি একটি আবেগময় এবং নস্টালজিক যাত্রা। যার মাধ্যমে বলিউডের আইকনিক একটি পরিবারের অজানা ইতিহাস তুলে ধরতে পারব আমরা।’

বলিউডের ইতিহাস ও তারকাদের নিয়ে স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর আগ্রহ সবসময় অনেক। এর আগে নেটফ্লিক্সের ‌‘দ্য রোমান্টিকস’ সিরিজ তৈরি হয়েছিল যশ চোপড়ার পরিবারকে নিয়ে। প্রাইম ভিডিওতে সেলিম খান ও জাভেদ আখতারদের চিত্রনাট্য, গান লেখার মধ্য দিয়ে বলিউডে তাদের গল্প তুলে ধরা হয়েছিল ‘অ্যাঙ্গ্রি ইয়াং মেন’ নামের ডকুমেন্টারিতে।

এলএ/জেআইএম

Read Entire Article